• শুনানির নোটিস গেল জঙ্গিপুরের সাংসদের বাড়িতে
    বর্তমান | ২৯ জানুয়ারি ২০২৬
  • সংবাদদাতা, জঙ্গিপুর: এবার এসআইআর শুনানির নোটিস পৌঁছাল জঙ্গিপুরের সংসদ সদস্য তথা তৃণমূলের জেলা সভাপতি খলিলুর রহমানের বাড়িতে। যদিও খলিলুরের নামে কোনও নোটিস ইস্যু হয়নি বলে জানা গিয়েছে। তবে নোটিস পেয়েছেন তাঁর স্ত্রী রাসেদা খাতুন, ভাইয়ের স্ত্রী, চার ভাইপো ও এক বউমা সহ পরিবারের মোট সাত সদস্য। তাঁদের ২৮ ও ৩০ জানুয়ারি শুনানিতে ডাকা হয়েছে। পরিবারের সদস্যদের নোটিস পাঠানোয় নির্বাচন কমিশনের উপর ক্ষোভপ্রকাশ করেন খলিলুর। তিনি বলেন, সামশেরগঞ্জ ব্লকের প্রায় লক্ষাধিক ভোটারকে এভাবে না ডেকে বিএলও-রা প্রাথমিক তদন্তেই তো বুথ স্তরে এগুলি সমাধান করে দিতে পারতেন। তাতে এত লোকের কাজকর্ম নষ্ট করে শুনানিতে যেতে হত না। এত নির্বাচন কর্মী নিয়োগেরও প্রয়োজন হত না। এই শুনানির জন্য সব কাজ বন্ধ রয়েছে। মানুষ হয়রানির হাত থেকে বাঁচতে চাইছে। এসআইআর আতঙ্কে মারা গিয়েছেন ১২৬ জন নাগরিক ও বিএলও। যেটা অত্যন্ত বেদনাদায়ক। বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি সুবলচন্দ্র ঘোষ বলেন, মৃতের তালিকায় যাঁদের নাম রয়েছে, তাঁরা সবাই মারা গিয়েছেন কি না, বা কিসে মারা গিয়েছেন, তা তদন্ত করে দেখা প্রয়োজন। সেই কাজটাই করছে কমিশন।জঙ্গিপুরের সাংসদ বলেন, মঙ্গলবার রাত সাড়ে ন›টায় স্থানীয় বিএলও কর্মী আমার বাড়ি আসেন। শুনানির জন্য সাতটি নোটিস ধরিয়ে যান। ডাকা যখন হয়েছে, তাঁরা যাবেন। তবে আমি সাংসদ হওয়া সত্বেও আমার পরিবারের সদস্যদের নোটিস পাঠানো হয়েছে। বিজেপি নির্বাচন কমিশনকে হাতিয়ার করে বাংলায় ক্ষমতায় আসতে চাইছে। কিন্তু বিজেপির এই চক্রান্ত বাংলার মানুষ রুখে দেবেন।
  • Link to this news (বর্তমান)