জয়পুরে তিন মাসের শিশুর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য
বর্তমান | ২৯ জানুয়ারি ২০২৬
সংবাদদাতা, বিষ্ণুপুর: ঘুমন্ত অবস্থায় তিন মাসের শিশুর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় জয়পুরের খিরাইবনি গ্রামে চাঞ্চল্য ছড়ায়। শিশুটির নাম কিষান লোহার। পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাত দেড়টার সময় কান্নাকাটি করায় তাকে সাগু খাওয়ানো হয়। তারপর যথারীতি ঘুম পাড়িয়ে দেওয়া হয়। সকালে শিশুটিকে অচৈতন্য অবস্থায় দেখে পরিবারের লোকজন বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে আসে। পুলিশ জানিয়েছে, মৃতদেহের ময়নাতদন্ত করা হয়েছে। তার রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পরিবার সূত্রে জানা গিয়েছে, খিরাইবনি গ্রামের বাসিন্দা পেশায় রাজমিস্ত্রি অরুণ লোহারের ছেলে কিষানের বয়স মাত্র তিন মাস। তার অন্নপ্রাশনও হয়নি। কান্নাকাটি করলে মাতৃদুগ্ধের বিকল্প হিসেবে কিষানকে তরল সাগু খাওয়ানো হয়। মঙ্গলবার রাত দেড়টা নাগাদ কিষান জেগে কান্নাকাটি করে। খিদে পেয়েছে ভেবে অরুণ ও তাঁর স্ত্রী দু’জনে মিলে তরল সাগু খাওয়ান। তারপর শিশুটির কান্না থামে। সকলেই ঘুমিয়ে পড়েন। সকালে শিশুটি নড়াচড়া না করায় সন্দেহ হয়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক কিষানকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের জেঠু মিলন লোহার বলেন, খিদে পেলে ভাইপো কান্নাকাটি করত। তাই মাঝরাতেও ওকে খাওয়ানো হত। মঙ্গলবার রাতেও ছেলের কান্নাকাটি শুনে ভাই ও তার বউ ঘুম থেকে উঠে পড়ে। ভাইপোকে তরল সাগু খাইয়ে ওরা আবার শুয়ে পড়ে। কিন্তু সকালে ভাইপোকে বিছানা থেকে তোলা হলেও নড়াচড়া না করায় সন্দেহ হয়। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। কীভাবে কী হয়ে গেল, আমরা বুঝতে পারলাম না।