• তাহেরপুরে বৃদ্ধার রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে রহস্য, তদন্ত শুরু পুলিশের
    বর্তমান | ২৯ জানুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: ফের খুন তাহেরপুরে। তাহেরপুর থানার বীরনগর লাইব্রেরি পাড়ার বন্ধ ঘর থেকে উদ্ধার হল একাকী বৃদ্ধার রক্তাক্ত মৃতদেহ। দোতলা বাড়ির উপরের তলা থেকে উদ্ধার হয় বৃদ্ধার রক্তাক্ত মৃতদেহ। নিহতের নাম দিপালী মজুমদার (৬১)। পুলিশ দেহ উদ্ধার করে রানাঘাটের পুলিশ মর্গে পাঠিয়েছে। জনবহুল এলাকায় এই খুন নিয়ে সমালোচনার মুখে পড়েছে তাহেরপুর থানা। পুজোর মুখে পর পর খুনের ঘটনায় সংবাদ শিরোনামে উঠে এসেছিল তাহেরপুর। এরমধ্যে একটি ঘটনায় একাকী এক বৃদ্ধার রক্তাক্ত বিবস্ত্র মৃতদেহ উদ্ধার হয়েছিল। তারপর ফের ডিসেম্বরেও এক বৃদ্ধার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয় তাহেরপুরের রেলপাড়ায়। এরপর জানুয়ারি। এবার লাইব্রেরি পাড়া থেকে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত মৃতদেহ। পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃতার স্বামীর নাম লক্ষ্মণ মজুমদার। বছর কয়েক আগে তিনি মারা যান। একমাত্র ছেলে সৌজন্য মজুমদার কর্মসূত্রে থাকেন উত্তরবঙ্গে। ধুপগুড়িতে একটি স্কুলে শিক্ষকতা করেন তিনি। বুধবার সকালে মহিলার ঘরের দরজা বাইরে থেকে তালা বন্ধ থাকায় পরিবারের অন্যান্য সদস্যদের সন্দেহ হয়। প্রথমে রাস্তায়, বাজারে, মন্দির সহ বাড়ি সংলগ্ন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁর খোঁজ মেলেনি। পরে বাড়ির দরজার চাবি বাড়িতেই একটি জায়গায় রাখা দেখে পরিবারের সদস্য ও প্রতিবেশীদের সন্দেহ হয়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় তাহেরপুর থানায়। পুলিশ ঘটনাস্থলে এসে দরজা ভাঙতেই বাড়ির দোতলার একটি ঘরের বিছানা থেকে উদ্ধার হয় মহিলার রক্তাক্ত দেহ। প্রত্যক্ষদর্শী ও পরিবারের দাবি, মৃতদেহের মাথায় গভীর আঘাতের চিহ্ন ছিল। এছাড়াও যে ঘর থেকে মৃতদেহ উদ্ধার হয়েছে, সেই ঘর লন্ডভন্ড অবস্থায় ছিল। ঘরের ভিতর আলমারি ভাঙা ছিল। মহিলার হাতে থাকা সোনার বালা, আংটি ও অন্যান্য গয়নারও সন্ধান মেলেনি। পরিবারের দাবি, নিছক দুর্ঘটনা বা খুন নয়, পরিকল্পিত ডাকাতি এবং তারপর পরিকল্পনা করেই খুন।  তাৎপর্যপূর্ণ বিষয়, মৃতদেহ ঘরের ভিতরে থাকলেও বাড়ির দরজা বাইরে থেকে তালা দেওয়া ছিল। ফলে দরজা বাইরে থেকে তালা দেওয়া দেখে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে খুন ও লুটপাট করে দুষ্কৃতীরা দরজায় বাইরে দিয়ে তালা দিয়ে দিয়েছিল। যাতে সহজে বিষয়টি জানাজানি না হয়।
  • Link to this news (বর্তমান)