• বর্ধমান মেডিকেল কলেজে বাড়ল আসন সংখ্যা অতিরিক্ত ৫০ পড়ুয়ার ভর্তির সুযোগ
    বর্তমান | ২৯ জানুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: বর্ধমান মেডিকেল কলেজে বাড়ল পড়ুয়ার আসন সংখ্যা। অতিরিক্ত ৫০জন ছাত্রছাত্রীকে কলেজে ভর্তি করা যাবে। এতদিন এখানে আসন সংখ্যা ছিল ২০০টি। এবার তা বেড়ে ২৫০ হল। এই শিক্ষাবর্ষ থেকেই কলেজ কর্তৃপক্ষ ২৫০জন পড়ুয়াকে ভর্তি নিতে পারবে। মেডিকেল কলেজের অধ্যক্ষ মৌসুমি বন্দ্যোপাধ্যায় বলেন, বেশ কিছুদিন আগেই আসন সংখ্যা বৃদ্ধির অনুমোদন পাওয়া গিয়েছে। আগের থেকে অনেক বেশি ছাত্রছাত্রী এখানে ভর্তির সুযোগ পাবেন। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের এমএসভিপি তাপস ঘোষ বলেন, আসন বাড়ানোর পাশাপাশি পরিকাঠামো উন্নয়নেও জোর দেওয়া হয়েছে। হাসপাতালে এখন জটিল অপারেশনও হচ্ছে। ছাত্রছাত্রীরা অত্যাধুনিক যন্ত্রাংশের মাধ্যমে হাতে-কলমে শিক্ষা নিচ্ছেন।স্বাস্থ্যদপ্তর সূত্রে জানা গিয়েছে, রাজ্যের কয়েকটি মেডিকেল কলেজে সিট বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। সেখানেও ধাপে ধাপে আসন সংখ্যা বাড়বে। বর্ধমান মেডিকেল কলেজ অনেক পুরানো। এখানকার পরিকাঠামোও যথেষ্ট উন্নত। মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, মুখ্য‌মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে স্বাস্থ্য ব্যবস্থার আমূল পরিবর্তন হয়েছে। শুধু কলেজ নয়, বর্ধমানের হাসপাতালও এগিয়ে রয়েছে। প্রতিদিনই এখানে রোগীর সংখ্যা বাড়ছে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তো বটেই, এমনকি ঝাড়খণ্ডের রোগীরাও এখানে চিকিৎসার জন্য আসছেন। অনাময় সুপার স্পেশালিটি হাপাতালে বিনামূল্যে হার্টের অপারেশন হচ্ছে। আগে লক্ষ লক্ষ টাকা খরচ করে বাইরে চিকিৎসা করাতে হত। এখন উন্নত মেশিনের মাধ্যমে অনাময় হাসপাতালেই অপারেশন হচ্ছে।স্বাস্থ্যদপ্তর সূত্রে জানা গিয়েছে, আরজি কর আন্দোলনের সময় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালও বিতর্কে জড়িয়েছিল। কয়েকজন পড়ুয়ার বিরুদ্ধে সিন্ডিকেট চালানোর অভিযোগ তুলে ছাত্রছাত্রীরা আন্দোলন করেন। কয়েকজন চিকিৎসকও তাঁদের টার্গেটে ছিলেন। কলেজ কর্তৃপক্ষ কড়া পদক্ষেপ নিয়ে পরিস্থিতি সামাল দেয়। কয়েকজন পড়ুয়াকে হস্টেলে ঢুকতেও নিষেধ করা হয়েছিল। এছাড়া, বহিরাগতদের প্রবেশ নিয়েও কড়াকড়ি করা হয়। আন্দোলনকারীরা অভিযোগ করেছিলেন, পরীক্ষার সময় সিন্ডিকেটে থাকা ছাত্রছাত্রীদের বাড়তি সুবিধা পাইয়ে দেওয়া হয়। কলেজ কর্তৃপক্ষ প্রতিটি অভিযোগ গুরুত্ব দিয়ে দেখে পদক্ষেপ নিয়েছিল। তবে, কলেজে পড়াশোনার মান নিয়ে কেউ কোনওদিনই অভিযোগ করেননি।এক আধিকারিক বলেন, বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের আসন সংখ্যা আরও আগে বাড়ানো দরকার ছিল। আরও বেশি আসন বাড়ানোর পরিকাঠামো রয়েছে। আগামী দিনে কলেজে আরও ৫০টি আসন বৃদ্ধি হলে অবাক হওয়ার কিছু থাকবে না। হাসপাতালে আরও কিছু নতুন যন্ত্রপাতি আনার পরিকল্পনা রয়েছে। তারজন্য স্বাস্থ্যদপ্তরে আবেদন পাঠানো হয়েছে। এখানকার বার্ন ইউনিটও ঢেলে সাজছে। এছাড়া, অনাময় সুপার স্পেশালিটি হাসপাতালে হার্টের চিকিৎসা আরও উন্নত করার পরিকল্পনা করা হয়েছে। তবে, চিকিৎসকের শূন্যপদ পূরণ করা নিয়ে সমস্যা রয়েছে।
  • Link to this news (বর্তমান)