• মহিলাকে ধাক্কা মেরে গাড়ি চালিয়ে চম্পট, ধৃত চিকিৎসক
    বর্তমান | ২৯ জানুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পথ দুর্ঘটনায় কেউ গুরুতর জখম হলে পথচারীরাই তাঁকে তড়িঘড়ি চিকিৎসকের কাছে নিয়ে যান। আশপাশের লোকজনও সাহায্যের হাত বাড়িয়ে দেন। কিন্তু গত ২৪ জানুয়ারি সকালে ঘটেছিল উলটো ঘটনা! অভিযোগ, মল্লিকবাজার মোড়ে এক মহিলাকে ধাক্কা মারার পর গাড়ি নিয়ে যিনি তড়িঘড়ি এলাকা ছাড়েন, তিনি নিজেই একজন চিকিৎসক! এই অভিযোগে পুলিশ সুমিত সরকার নামে ওই চিকিৎসককে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার রাতে তাঁকে যাদবপুরের বাড়ি থেকে গ্রেপ্তার করে পার্ক স্ট্রিট থানা।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২৪ জানুয়ারি সকাল সাড়ে ৬টা নাগাদ ব্যক্তিগত কাজ সেরে সুমিতবাবু নিজেই গাড়ি চালিয়ে বাইপাসের ধারের বেসরকারি হাসপাতালে যাচ্ছিলেন। মল্লিকবাজার ক্রসিংয়ের কাছে তাঁর গাড়ির সামনে চলে আসেন এক মহিলা। নিয়ন্ত্রণ রাখতে না পেরে মহিলাকে সরাসরি ধাক্কা মারে গাড়িটি। দীপান্বিতা মুখোপাধ্যায় নামে জখম ওই মহিলাও একটি বেসরকারি হাসপাতালের কর্মী। অভিযোগ, মহিলাকে গাড়িতে তুলে হাসপাতালে নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা করেননি চিকিৎসক। বরং দ্রুত এলাকা ছাড়েন। পার্ক স্ট্রিট থানা গুরুতর জখম দীপান্বিতাদেবীকে হাসপাতালে পাঠায়। তিনি কোমায় চলে গিয়েছেন। অনেকের দাবি, দুর্ঘটনার পরপরই যদি মহিলাকে নিজের গাড়িতে তুলে কোনো হাসপাতালে নিয়ে যেতেন ওই চিকিৎসক, তাহলে হয়তো তিনি এতটা সঙ্কটজনক হতেন না। সিসি ক্যামেরার ফুটেজ দেখে গাড়ি চিহ্নিত করে পুলিশ।বুধবার তাঁকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হয়। তাঁর আইনজীবী বলেন, ‘আমার মক্কেল মহিলার চিকিৎসার দায়িত্ব নিতে রাজি। তাঁকে জামিন দেওয়া হোক।’ সরকারি আইনজীবী রাধানাথ রং বলেন, ‘চিকিৎসক হিসেবে তাঁর প্রথমেই যে কাজটি করা দরকার ছিল, তা তিনি করেননি। এখন দায়িত্ব নেওয়ার কথা কেন বলছেন?’ সওয়াল শেষে ধৃতকে পুলিশ হেপাজতে পাঠায় আদালত।
  • Link to this news (বর্তমান)