একাকী প্রবীণদের ‘প্রণামে’ অন্তর্ভুক্ত করতে সমীক্ষার নির্দেশ লালবাজারের
বর্তমান | ২৯ জানুয়ারি ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সন্তান অন্যত্র থাকেন। স্বামী শয্যাশায়ী। এই সুযোগে গৃহকর্ত্রী তথা সঙ্গীতশিল্পী অনীতা ঘোষকে খুন করে সোনার গয়না নিয়ে চম্পট দেওয়ার চেষ্টা করেছিল পরিচারিকা। চিৎকার চেঁচামেচিতে আর পালাতে পারেনি অভিযুক্ত সঞ্জু সরকার (৩৪)। খুনের ও লুটের অভিযোগে পুলিশ তাকে গ্রেপ্তার করে। ১৯ জানুয়ারি পর্ণশ্রী থানা এলাকার বেচারাম চ্যাটার্জি স্ট্রিটে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।ওই ঘটনার পরই শহরে একাকী বৃদ্ধ-বৃদ্ধাদের নিরাপত্তা বাড়াতে তৎপর হল লালবাজার। পর্ণশ্রীতে খুনের পরই বিভিন্ন এলাকায় সমীক্ষা চালাতে সব থানাকে নির্দেশ দেওয়া হয়েছে। কী নিয়ে সমীক্ষা? কলকাতা পুলিশ সূত্রের খবর, শহরে কোন কোন থানা এলাকায় প্রবীণ বাসিন্দারা এখনও প্রণাম প্রকল্পের আওতাভুক্ত নন, তা খোঁজ নিতে বলা হয়েছে। শুধু তাই নয়, যেসব প্রবীণ নাগরিকদের সন্তানরা বাইরে থাকেন, তাঁদের নামের তালিকাও তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। এমন প্রবীণদের দ্রুত কলকাতা পুলিশের নজরদারির মধ্যে নিয়ে আসার নির্দেশ গিয়েছে লালবাজার থেকে। থানার নোডাল অফিসার সেই প্রবীণদের চিহ্নিত করে প্রণাম প্রকল্পের অধীনে নিয়ে আসবেন। যাতে যে কোনও সমস্যায় তাঁরা নিরাপত্তাহীনতায় না ভোগেন। তাঁদের মোবাইলের স্পিড ডায়ালে সেভ থাকবে স্থানীয় থানার নোডাল অফিসারের নাম।লালবাজারের দাবি, এই মুহূর্তে প্রণামের সদস্য সংখ্যা প্রায় ৬০ হাজার। কিন্তু, এখনও শহরের প্রায় প্রতিটি থানা এলাকায় সব একাকী বৃদ্ধ কিংবা বৃদ্ধা প্রণামের অন্তর্গত নন। পর্ণশ্রীতে খুনের পর শহরের একাকী বৃদ্ধ-বৃদ্ধাদের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে। তাই তড়িঘড়ি ‘প্রণাম’ প্রকল্পে বাকিদের আওতাভুক্ত করার উদ্যোগ নিচ্ছে লালবাজার। এমনটাই মনে করছেন স্থানীয়রা। লালবাজারের কমিউনিটি ওয়েলফেয়ার শাখার এক আধিকারিক বলেন, ‘প্রণাম’ প্রকল্পে রেজিস্ট্রেশন কেবল সেই সমস্ত প্রবীণ নাগরিকদের জন্য উপলব্ধ, যাদের বয়স ৬০ বছর বা তার বেশি। এই সুবিধাটি কেবলমাত্র কলকাতা পুলিশ এলাকার থানাগুলির বাসিন্দাদের ক্ষেত্রে সীমাবদ্ধ। রেজিস্ট্রেশনের জন্য লাগবে ঠিকানার প্রমাণপত্র, বয়সের প্রমাণপত্র, ছবি, রক্তের গ্রুপ, যোগাযোগের নম্বর এবং জরুরি অবস্থায় যোগাযোগের জন্য ফোন নম্বর।