আবারও দুর্ঘটনা, গাড়ির ধাক্কায় নিউটাউনে বাইক চালকের মৃত্যু
বর্তমান | ২৯ জানুয়ারি ২০২৬
নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: নিউটাউনে ফের পথ দুর্ঘটনা। ফের প্রাণ হারালেন এক বাইক চালক। বুধবার দুপুরে একটি চারচাকা গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে তাঁর। এ নিয়ে শুধুমাত্র চলতি মাসেই স্মার্টসিটিতে দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু হল। এর মধ্যে চারজনই বাইক চালক। পুলিশ জানিয়েছে, মৃতের নাম গিয়াসউদ্দিন মোল্লা (২৫)। নিউটাউন পার্শ্ববর্তী ভাঙড়ের পোলেরহাট এলাকায় তাঁর বাড়ি। নিউটাউনে একটি অনলাইন পণ্য সরবাহকারী সংস্থায় কাজ করতেন। মৃতের স্ত্রী ও সন্তান রয়েছে। মৃত্যুর খবর বাড়িতে পৌঁছতেই শোকের ছায়া নেমে আসে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুর ১২টা নাগাদ নিউটাউনের টেকনোসিটি থানার কেষ্টপুর-বাগজোলা খালপাড় সংলগ্ন চাপনা এলাকায় এই মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটেছে। খালপাড়ের রাস্তা ধরে চাপনার দিক থেকে সাপুরজিগামী পথে যাচ্ছিলেন ওই বাইকচালক। পণ্য সরবরাহ করতেই বেরিয়েছিলেন। উলটোদিক থেকে আসা একটি প্রাইভেট চারচাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ওই বাইক আরোহীকে মুখোমুখি সজোরে ধাক্কা দেয়। বাইকটি দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনার জেরে যুবকের মাথা থেকে হেলমেট ছিটকে বেরিয়ে যায়। তাতে মাথায় মারাত্মকভাবে চোট লাগে। বুকেও আঘাত পান। পুলিশ দ্রুত যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।চলতি মাসে এত মৃত্যু নিয়ে স্থানীয় বাসিন্দারাও উদ্বেগের মধ্যে রয়েছেন। কারণ, ৬ জানুয়ারি থেকে ২৮ জানুয়ারি মাত্র তিন সপ্তাহে ৫ জন মারা গেলেন। ৬ জানুয়ারি নিউটাউনের পাথরঘাটা–বাদামতলা রোডে নিয়ন্ত্রণ হারিয়ে ইঞ্জিনভ্যান উলটে চালকের মৃত্যু হয়। তারপর ১৩ জানুয়ারি নিউটাউন–যাত্রাগাছি বাগজোলা খালপাড়ের রাস্তায় দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে দুই বাইক চালকের মৃত্যু হয়। গত ২৫ জানুয়ারি সকালে ইকোপার্কের সামনে সার্ভিস রোডে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার ধাক্কা দিয়ে এক বাইক চালকের মৃত্যু হয়। ফের গাড়ির ধাক্কায় বাইক চালকের মৃত্যু। শুধু মৃত্যুই নয়। একাধিক দুর্ঘটনায় জখমের সংখ্যাও অনেক। গত ১৮ জানুয়ারি বলাকা আবাসনের সামনে একটি চারচাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা দেয়। তাতে চালক সহ ২ জন জখম হয়েছিলেন।পুলিশের দাবি, সেফ ড্রাইভ, সেভ লাইফ কর্মসূচির প্রচার চালানো হচ্ছে। দুর্ঘটনা রুখতে সচেতনতা বাড়ানো হবে।