• শিয়ালদহ কোর্টে ফের চুরির অভিযোগ
    বর্তমান | ২৯ জানুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: একাধিক নিরাপত্তারক্ষী থাকা সত্ত্বেও ফের চুরির ঘটনা ঘটল শিয়ালদহ আদালতে। এবার এই আদালতে আইনজীবীদের সরস্বতী পুজোর মণ্ডপ থেকে একাধিক বৈদ্যুতিক বাতি চুরির অভিযোগ উঠল। এনিয়ে কোর্ট চত্বরে ব্যাপক শোরগোল পড়ে যায়। কিছুদিন আগেই এই আদালতে বিভিন্ন সামগ্রীর সঙ্গেই চুরি গিয়েছিল একাধিক পিতলের কল। যা নিয়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছিল বিচারপ্রার্থী থেকে শুরু করে আইনজীবীদের মধ্যে। অনেকেই প্রশ্ন তুলেছেন, পুলিশি টহল ঢিলেঢালা হওয়ার কারণেই বারবার নানা অপ্রীতিকর ঘটনা ঘটছে। যদিও এনিয়ে এই আদালতের বিশেষ সরকারি কৌঁসুলি অসীম কুমারের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি মন্তব্য করেননি।  ফাইল চিত্র
  • Link to this news (বর্তমান)