• Live: পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য পাওয়ারের, উপস্থিত থাকবেন মোদী-শাহ
    এই সময় | ২৯ জানুয়ারি ২০২৬
  • বুধবার বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের। বৃহস্পতিবার বেলা ১১টায় বারামতিতে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হবে পাওয়ারের। সূত্রের খবর, শেষকৃত্যে অংশ নিতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 

    আরও বাড়ল ভোরের তাপমাত্রা। শীত প্রায় গায়েব। বৃহস্পতিবার তিলোত্তমার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.১ ডিগ্রি সেলসিয়াস বেশি। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৫ ডিগ্রি সেলসিয়াস বেশি। বৃহস্পতিবার বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯১ শতাংশ এবং সর্বনিম্ন ৪৭ শতাংশ। 

    বাঘের আক্রমণে গুরুতর জখম হলেন এক মৎস্যজীবী। আহতের নাম বনু ভক্তা (৩২)। তিনি পাথরপ্রতিমার জি-প্লট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সত্যদাসপুর গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় চার দিন আগে ১২ জনের একটি দল নৌকা নিয়ে জঙ্গলে কাঁকড়া ধরতে যায়। বুধবার বিকেলে তাঁরা বিজিয়াড়ির জঙ্গলে কাঁকড়া ধরছিলেন। সেই সময়ে হঠাৎই জঙ্গল থেকে একটি বাঘ বেরিয়ে এসে বনু ভক্তার উপর ঝাঁপিয়ে পড়ে। সঙ্গীরাই বনুকে উদ্ধার করেন এবং হাসপাতালে নিয়ে যান। 

  • Link to this news (এই সময়)