• বারামতিতে ভেঙে পড়া বিমানের ব্ল্যাক বক্স উদ্ধার
    এই সময় | ২৯ জানুয়ারি ২০২৬
  • বারামতিতে ভেঙে পড়া লিয়ারজেট ৪৫এক্সআর-এর ব্ল্যাক বক্স উদ্ধার। এক দিন আগেই যে বিমান দুর্ঘটনা প্রাণ কেড়েছে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী শরদ পাওয়ার-সহ পাঁচ জনের।

    বিমান দুর্ঘটনার পরে দুই পাইলটের মৃত্যু হলে, দুর্ঘটনার কারণ জানতে একমাত্র ভরসা হয় ব্ল্যাক বক্স। নামে ‘ব্ল্যাক’ থাকলেও, আসলে এর রং কমলা। এতে থাকে দুই ধরনের তথ্য। ডিজিটাল ফ্লাইট ডেটা রেকর্ডার (ডিএফডিআর) এবং ককপিট ভয়েস রেকর্ডার (সিভিআর)।

    ডিএফডিআর-এর মধ্যে বিমানের সমস্ত যন্ত্রের তথ্য সংরক্ষিত থাকে। ফলে, কোনও যান্ত্রিক ত্রুটির কারণে যদি দুর্ঘটনা ঘটে, তা বোঝা যায় ডিএফডিআর–এর তথ্য থেকে। সিভিআর-এ থাকে ককপিটের ভিতরে সমস্ত কথোপকথন। তাই এই ধরনের দুর্ঘটনার পরে তদন্ত এগোতে ভরসা ব্ল্যাক বক্সই।

    বৃহস্পতিবার ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন বা DGCA-এর আধিকারিকরা ও ফরেন্সিক টিম বারামতির ঘটনাস্থলে গিয়ে সরেজমিনে খতিয়ে দেখছে। সকাল থেকেই চলছে নমুনা সংগ্রহের কাজ।

    বুধবার সকালে ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটে পুনের বারামতিতে। ৮টা ১১ নাগাদ মুম্বই থেকে টেক-অফ করে অজিত পাওয়ারের ফ্লাইট। ৮টা ৪৪-এ ভেঙে পড়ে সেই বিমান। ভয়াবহ এই বিমান দুর্ঘটনা হতভম্ব করে দিয়েছে গোটা দেশকে। বৃহস্পতিবার অজিত পাওয়ারের শেষকৃত্য।

  • Link to this news (এই সময়)