• রাতের অন্ধকারে দুষ্কৃতীদের হাতে খুন হোটেল ব্যবসায়ী
    আজকাল | ২৯ জানুয়ারি ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক:‌ রাতের অন্ধকারে রোমহর্ষক হত্যাকাণ্ড। নিজের হোটেলের মধ্যেই দুষ্কৃতীদের ছোঁড়া গুলিতে খুন হলেন এক যুবক। বুধবার রাতের এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে সামশেরগঞ্জ থানার অন্তর্গত নতুন ডাকবাংলো মোড়ের নিকটবর্তী নূর মহম্মদ কলেজ সংলগ্ন ১২ নম্বর জাতীয় সড়কের পাশে।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম রাহুল বিশ্বাস (৩৪)। তাঁর বাড়ি সামশেরগঞ্জ থানার তারবাগান এলাকায়। আগে বিড়ির পাতার ব্যবসা করলেও গত তিন মাস আগে রাহুল ওই এলাকায় একটি হোটেল চালু করেন। 

    স্থানীয়রা জানিয়েছেন পর পর দু–তিন রাউন্ড গুলির আওয়াজ পেয়ে তাঁরা ছুটে এসে দেখেন রাহুল নিজের দোকানের সামনে গুলিবিদ্ধ অবস্থায় লুটিয়ে পড়ে আছেন। স্থানীয়দের তৎপরতায় তৎক্ষণাৎ তাঁকে নিয়ে আসা হয় নিকটবর্তী একটি বেসরকারি হাসপাতালে। কিন্তু রাহুলের অবস্থা সঙ্কটজনক হওয়ায় তাঁকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে রেফার করেন বেসরকারি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা। জঙ্গিপুর হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথেই মৃত্যু হয় রাহুলের। ঘটনার পরই খবর দেওয়া হয় সামশেরগঞ্জ থানায়। সামশেরগঞ্জ থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। তবে কে বা কারা কী কারণে রাহুলকে নৃশংসভাবে খুন করল তা এখনও পর্যন্ত জানা যায়নি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে সামশেরগঞ্জ থানার পুলিশ। যদিও বৃহস্পতিবার সকাল পর্যন্ত এই খুনের ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি। 

    মৃত রাহুল বিশ্বাসের হোটেলের নিকটবর্তী বেসরকারি হাসপাতালের নিরাপত্তারক্ষী সামিউল আলি জানান, ‘‌রাত ন’‌টা নাগাদ আমি ডিউটিতে জয়েন করি। তার কিছুক্ষণ পর আমি যখন চেয়ারে বসেছিলাম তখন হঠাৎ বাইরে পরপর দু’‌বার গুলির আওয়াজ পাই এবং রাহুলদার চিৎকার শুনতে পাই। বাইরে এসে দেখি হোটেলের দরজার সামনে সে গুলিবিদ্ধ অবস্থায় লুটিয়ে পড়ে আছে এবং সাহায্য চাইছে। আমি আবছা অন্ধকারে একজনকে পালিয়ে যেতে দেখেছি। কিন্তু সে কে তা আমি বুঝতে পারিনি।’‌ 

    সৌরেন দাস নামে আর এক স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, ‘‌গুলির আওয়াজ এবং চিৎকার চেঁচামেচি শুনে আমরা বাইরে বেরিয়ে এসে দেখি রাস্তায় লুটিয়ে পড়ে রয়েছেন রাহুল। তাঁর বুকে ও মাথায় গুলি লেগেছিল। তখন আমরা তাঁকে আমাদের হাসপাতালে নিয়ে আসি। কিন্তু রাহুলের অস্ত্রোপচারের প্রয়োজন আছে বলে চিকিৎসক তাঁকে জঙ্গিপুর হাসপাতালে রেফার করে দেন।’‌ 

     
  • Link to this news (আজকাল)