• উত্তরবঙ্গে বৃষ্টির আশঙ্কা, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে গরম? বড় আপডেট চলে এল
    আজ তক | ২৯ জানুয়ারি ২০২৬
  • ২০২৬ সালের জানুয়ারিই শেষ হল না। তার আগেই সাধারণ মানুষের মনে শীত বিদায়ের আশঙ্কা দানা বেঁধেছে। আর এই ধারণা একবারেই অমূলক নয়। বরং কলকাতা সহ গোটা পশ্চিমবঙ্গের রাতের তাপমাত্রা বৃদ্ধি সেই দিকেই ইঙ্গিত করছে। 

    হাওয়া অফিসের তরফে জানান হয়েছে, কলকাতার রাতের তাপমাত্রা ইতিমধ্যেই পেরিয়ে গিয়েছে ১৬ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি। আর এই তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি কিছুটা বেশি। আর এই খবর চাউর হওয়ার পর থেকেই সাধারণ মানুষের মনে শীত বিদায় নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। 

    সকালে রীতিমতো হচ্ছে ঘাম
    রাত এবং ভোরের দিকে তাও কিছুটা ঠান্ডা থাকছে পরিবেশ। কিন্তু বেলা গড়ালেই গরমের প্রকোপ বাড়ছে। বেলা ১০টা-১১টার পর গায়ে রাখা যাচ্ছে না শীতপোশাক। যাঁরা এই সময় বাইরে থাকছেন, তাঁরা রীতিমতো ঘামছেন। আর এই দৃশ্য দেখেই এটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে ধীরে ধীরে শীত বিদায়ের পথে এগিয়ে যাচ্ছি আমরা। 

    তাপমাত্রা কি নামবে? 
    বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস। আর হাওয়া অফিস সূত্রে খবর, উইকএন্ডে খুব একটা ঠান্ডা উপভোগ করা সম্ভব হবে না। এখন যেমন আবহাওয়া রয়েছে, ঠিক তেমনই চলবে। অর্থাৎ রাত এবং ভোর ছাড়া মোটামুটি দিনের অধিকাংশ সময়ই তাপ অনুভূত হবে। 

    ফেব্রুয়ারিতেই খেলা ঘুরে যাবে...
    আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, জানুয়ারির শেষে শীত ফেরার আশা নেই। উল্টে ফেব্রুয়ারির শুরু থেকেই তাপমাত্রা বৃদ্ধি পাবে। দিন এবং রাতের তাপমাত্রা বৃদ্ধির আশঙ্কা রয়েছে। যার ফলে গরম অনুভূত হবে। 

    কেন তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে? 
    এই প্রশ্নের উত্তর দিয়ে রেখেছে হাওয়া অফিস। তাদের পক্ষ থেকে জানান হয়েছে যে উত্তর পশ্চিম ভারতে একাধিক পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়েছে। সেই কারণেই শীতের দাপট ধীরে ধীরে কমতে শুরু করেছে। 

    বৃষ্টির আশঙ্কা রয়েছে? 
    হাওয়া অফিসের পক্ষ থেকে জানান হয়েছে, আগামী ৭ দিন মোটামুটি পরিষ্কার থাকবে দক্ষিণবঙ্গের আকাশ। বাতাসে আপেক্ষিক আর্দ্রতাও ৪৭ থেকে ৯১ শতাংশের মধ্যে ঘোরাফেরা করবে। যার ফলে বৃষ্টির আশঙ্কা খুবই কম। 

    উত্তরবঙ্গে কী পরিস্থিতি? 
    হাওয়া অফিসের পক্ষ থেকে বলা হয়েছে যে উত্তরবঙ্গে পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা কম। বরং সেখানে বৃষ্টি হতে পারে। জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারের মতো জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। ও দিকে আবার দার্জিলিঙের সর্বনিম্ন তাপমাত্রা মোটামুটি ৫ ডিগ্রির আশপাশেই থাকবে। কিন্তু এতদিন ধরে যেই কুয়াশার দাপট ছিল, সেই ধারা উত্তরবঙ্গে কমবে বলেই আশা করা হচ্ছে। 

     
  • Link to this news (আজ তক)