• সন্তোষ ট্রফিতে ড্র বাংলার
    বর্তমান | ২৯ জানুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সন্তোষ ট্রফির নিয়মরক্ষার ম্যাচে তামিলনাড়ুর বিরুদ্ধে ড্র করল বাংলা। জয়ের হ্যাটট্রিকের সৌজন্যে প্রতিযোগিতার শেষ আটে পৌঁছে গিয়েছে সঞ্জয় সেন ব্রিগেড। বুধবার অসমের শিলাপথা স্টেডিয়ামে খেলা শেষ হল ১-১ গোলে। বাংলা শিবিরে স্বস্তি ফেরালেন সুজিত সাঁধু। ড্র হলেও ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে গ্রুপ টেবিলের শীর্ষে রয়েছে বঙ্গ ব্রিগেড। সমসংখ্যক ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে তামিলনাড়ু। শুক্রবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলার প্রতিপক্ষ অসম।

    প্রথমার্ধে কোনও দলই গোল করতে পারেনি। বিরতির পর ডান প্রান্তিক আক্রমণে লিড নেয় তামিলনাড়ু। দূরপাল্লার অনবদ্য শটে জাল কাঁপান নন্দকুমার। বেগতিক বুঝে প্ল্যান ‘বি’ ব্যবহার করেন বাংলার অভিজ্ঞ কোচ সঞ্জয় সেন। নরহরি শ্রেষ্ঠারা মাঠে নামতেই ছন্দে ফেরে তারা। ৮৮ মিনিটে সফল লক্ষ্যভেদে বাংলার এক পয়েন্ট নিশ্চিত করেন সুজিত। শেষ মুহূর্তের গোলে ড্র করে খুশি কোচ সঞ্জয়। তাঁর মন্তব্য, ‘এই মাঠে দল প্রথম খেলল। তবে এটা অজুহাত নয়। প্রথমার্ধে পরিকল্পনামাফিক খেলতে পারেনি দল। বিরতির পর নিজেদের গুছিয়ে নিয়েছি।’
  • Link to this news (বর্তমান)