সুমন ঘোষের পরিচালনায় শিবপ্রসাদ, স্বস্তিকার সঙ্গে জুটি বাঁধছেন শিবু?
এই সময় | ২৯ জানুয়ারি ২০২৬
রাজা দাশগুপ্ত পরিচালিত টেলিফ্লিম 'একুশে পা' অভিনেতা শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রথম কাজ। ঋতুপর্ণ ঘোষের 'বাড়িওয়ালি' ছবিতে শিবপ্রসাদের অভিনয় আজও মনে আছে দর্শকের। নন্দিতা রায়ের সঙ্গে জুটি বেঁধে প্রযোজনা সংস্থা তৈরির পর পরিচালনাতেই মন দিয়েছিলেন। মাঝে অবশ্য নিজেদের প্রযোজিত বেশ কিছু ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। বেশ কিছু দিনের বিরতির পর আবার অভিনেতা হিসাবে ফিরছেন শিবপ্রসাদ।
উইন্ডোজ-এর ব্যানারেই আসছে নতুন ছবি 'ফ্যামিলিওয়ালা'। পরিচালকের আসনে সুমন ঘোষ। আর এ ছবিতে শিবপ্রসাদ শুধুই অভিনেতা। মুখ্য ভূমিকায় তিনি। ছবির অন্যান্য চরিত্রে রয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায়, সুদীপ্তা চক্রবর্তী, অনসূয়া মজুমদার-সহ আরও অনেক শিল্পীকে। এক পরিবারকে কেন্দ্র করেই বোনা হয়েছে চিত্রনাট্য। ছবি তৈরির নেপথ্যের কিছুটা গল্প বললেন শিবপ্রসাদ।
শিবপ্রসাদের কথায়, ' ডিসেম্বর মাস, ২০২৪। হলে তখনও বহুরূপী চলছে। একদিন সুমন দা বলল ওর বাড়িতে আমার জন্য কেউ অপেক্ষা করছে। সুমনদার মায়ের সঙ্গে আলাপ হলো গিয়ে। মাসিমা আমাদের সব ছবি দেখেছেন, ছবির সূত্রেই ভালোবাসেন আমাদের। ওই দিনের আলাপেই ওদের ফ্যামিলির সাথে যুক্ত হয়ে গিয়েছিলাম। 'ফ্যামিলিওয়ালার' সূত্রপাত এভাবেই। জানা গিয়েছে, এই ছবি একেবারেই নাচ-গান-কমেডি এবং ভরপুর বিনোদনের মোড়কেই তৈরি হবে। বুধবার থেকে শুটিং শুরু ছবির।