• মহিলাকে গাড়ির ধাক্কা মেরে চম্পট, গ্রেফতার অভিযুক্ত চিকিৎসক
    আনন্দবাজার | ২৯ জানুয়ারি ২০২৬
  • নিজে পেশায় চিকিৎসক হওয়া সত্ত্বেও গাড়ি দিয়ে এক মহিলাকে ধাক্কা মারার পরে তাঁর শুশ্রূষার কোনও ব্যবস্থা করেননি তিনি। উল্টে, ঘটনাস্থল থেকে চম্পট দিয়েছিলেন। অভিযুক্ত সেই চিকিৎসককে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম সুমিত সরকার। তদন্তকারীদের কাছে নিজেকে তিনি একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসক বলে দাবি করেছেন। সুমিতকে মঙ্গলবার রাতে লেক গার্ডেন্সে তাঁর বাড়ির সামনে থেকে গ্রেফতার করে পার্ক স্ট্রিট থানার পুলিশ। ধৃতকে বুধবার আদালতে তোলা হলে বিচারক চার দিনের জন্য পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। সুমিতের গাড়িটি বাজেয়াপ্ত করেছে পুলিশ।

    পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটে ২৪ জানুয়ারি। সে দিন ভোরে পার্ক স্ট্রিট থানা এলাকার মল্লিকবাজারের কাছে রাস্তা থেকে রক্তাক্ত অবস্থায় এক মহিলাকে উদ্ধার করে তারা। ওই মহিলা বেলঘরিয়ার বাসিন্দা। তাঁর মাথায় আঘাত ছিল। গুরুতর জখম অবস্থায় তাঁকে চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। প্রাথমিক ভাবে পুলিশ জানতে পারে, একটি বেপরোয়া গাড়ির ধাক্কায় তিনি জখম হয়েছেন। পার্ক স্ট্রিট থানার পুলিশ অনিচ্ছাকৃত ভাবে মৃত্যু ঘটানোর চেষ্টার মামলা রুজু করে।

    এক তদন্তকারী অফিসার জানান, ওই রাস্তার বিভিন্ন সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে গাড়িটি শনাক্ত করা হয়। ফুটেজে দেখা যায়, দ্রুত গতিতে বেপরোয়া ভাবে ছুটে এসে গাড়িটি ওই মহিলাকে ধাক্কা মেরেছে। এর পরেই গাড়িরনম্বরের সূত্রে সুমিতের খোঁজ মেলে। মঙ্গলবার তাঁকে গ্রেফতার করা হয়। সুমিত ঘটনার পরেই গাড়িরচাকা বদলে ফেলেছিলেন বলেও অভিযোগ।

    ধৃত চিকিৎসক পুলিশের কাছে দাবি করেছেন, তাঁর গাড়ির চাকা ফেটে গিয়েছিল। সেই কারণেই ওই ঘটনা ঘটেছে। তবে, নিজে এক জন চিকিৎসক হওয়া সত্ত্বেও ধাক্কা মারার পরে জখম মহিলার শুশ্রূষার ব্যবস্থা না করে কেন তিনি পালিয়ে গেলেন, সে প্রশ্নের কোনও জবাব মেলেনি বলে পুলিশ সূত্রের খবর। দুর্ঘটনার সময়ে গাড়িটির গতিবেগ কত ছিল, পুলিশ তা জানার চেষ্টা করছে।
  • Link to this news (আনন্দবাজার)