• নন্দীগ্রামে সদ্যোজাতের মৃত্যু, হাসপাতালের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ, ‘সেবাশ্রয়’-এর প্রসঙ্গ টেনে খোঁচা বিজেপির
    এই সময় | ২৯ জানুয়ারি ২০২৬
  • নন্দীগ্রামে এক সদ্যোজাতের মৃত্যু। ব্লক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ও নার্সের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছে শিশুর পরিবারের সদস্যরা। বিষয়টি নিয়ে ব্লক স্বাস্থ্য আধিকারিকের কাছে রিপোর্ট চাওয়া হয়েছে বলে জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে খবর।

    বুধবার সকাল দশটা ঘোলপুকুর এলাকার গার্গী মণ্ডল মাইতিকে রেয়াপাড়া গ্রামীণ হাসপাতালে সন্তান প্রসবের জন্য ভর্তি করানো হয়েছিল। রাতে প্রসব যন্ত্রণা ওঠায় পরিবারের লোকজন চিকিৎসকে জানান। মৃত শিশুর বাবা মোহন মাইতি বলেন, ‘রাতে আমার মা স্ত্রীর সঙ্গে এখানে ছিলেন। প্রসব ব্যথা ওঠার পরে বারবার নার্সকে ডেকেও পাওয়া যায়নি। চিকিৎসককেও ডেকে পাওয়া যায়নি। ওদের গাফিলতির জন্যেই আমার বাচ্চাটা আজ মারা গেল।’

    ব্লক স্বাস্থ্য কেন্দ্রের তরফে কোনও গাফিলতি করা হয়নি বলে দাবি করা হয়েছে। তবে ব্লক স্বাস্থ্য আধিকারিক কোনও প্রতিক্রিয়া দিতে চাননি। নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক অসিতকুমার দেওয়ান বলেন, ‘ব্লক স্বাস্থ্য আধিকারিকের কাছে রিপোর্ট চাওয়া হয়েছে। আমরা ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’

    সম্প্রতি নন্দীগ্রামে ডায়মন্ড হারবার কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সেবাশ্রয় স্বাস্থ্য শিবির শুরু করা হয়েছে। এর মধ্যেই গ্রামীণ হাসপাতালে পরিষেবা প্রশ্ন ওঠায় শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সহ সভাপতি প্রলয় পাল বলেন, ‘যেখানে নন্দীগ্রামের মানুষের চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য কোটি কোটি টাকা খরচ করে সেবাশ্রয় গড়ে তোলা হয়েছে, সেখান সরকারি হাসপাতালে পরিষেবা নেই। ২০২১ সালেও এখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাস্ত করেছিল সাধারণ মানুষ। ২৬-এও তাই হবে।’

    পাল্টা নন্দীগ্রাম-২ ব্লক তৃণমূলের কোর কমিটির সদস্য রবীন জানা বলেন, ‘ঘটনাটি দুঃখজনক। মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষ যাতে সুন্দর চিকিৎসা পরিষেবা পায় তার চেস্টা করে চলেছেন। আমরাও চাই ঘটনার তদন্ত করে প্রশাসন ব্যবস্থা নিক।’

  • Link to this news (এই সময়)