• বৃদ্ধের নামে ফর্ম ৭ জমা পড়ার অভিযোগ, SIR আতঙ্কে মৃত্যু? শোরগোল চুঁচুড়ায়
    এই সময় | ২৯ জানুয়ারি ২০২৬
  • SIR-এর শুনানি কেন্দ্রে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন বছর সত্তরের বৃদ্ধ শেখ ইসমাইল। ২৭ জানুয়ারি বাড়িতে হৃদরোগে আক্রান্ত হন তিনি। চিকিৎসাধীন অবস্থায় বুধবার মৃত্যু হয়েছে তাঁর। SIR নিয়ে আতঙ্কের জেরেই ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে দাবি পরিবারের।

    হুগলির চুঁচুড়া বিধানসভার ২৫ নম্বর বুথ হোসনাবাদের ভোটার ছিলেন বৃদ্ধ। তাঁর পরিবারের একাধিক সদস্যকে শুনানিতে ডাকা হয়েছিল। তাঁদের জন্য শুনানি কেন্দ্রে গিয়েছিলেন তিনি। শেখ ইসমাইলকেও শুনানিতে ডাকা হয়েছিল আগামী ৩০ জানুয়ারি। পুরো পরিবারকে নিয়েই চিন্তিত ছিলেন তিনি বলে দাবি সকলের।

    স্থানীয়দের অভিযোগ, ওই এলাকার কয়েকশো মানুষের নামে ফর্ম ৭ জমা পড়েছে। নাম বাদ যাওয়ার ভয়ে এলাকার বাসিন্দারা কয়েকদিন আগেই বিডিও অফিসে বিক্ষোভ দেখিয়েছেন। সেই বিক্ষোভেও সামিল হয়েছিলেন ইসমাইল। এর পরে মঙ্গলবার শুনানি কেন্দ্রে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে, বাড়িতে এসে মঙ্গলবার হৃদরোগে আক্রান্ত হলে তাঁকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে কলকাতার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই ২৮ জানুয়ারি তাঁর মৃত্যু হয়েছে।

    হুগলি জেলা পরিষদের তৃণমূল সদস্য তথা প্রাক্তন বিধায়ক মানস মজুমদারের অভিযোগ, নির্বাচন কমিশনকে দিয়ে বিজেপি মানুষের নাগরিকত্ব কেড়ে নেওয়ার ভয় দেখাচ্ছে। তাই শেখ ইসমাইলের মতো সাধারণ নাগরিকদের মৃত্যু হচ্ছে। এর আগেও একাধিক মানুষের মৃত্যু হয়েছে এ ভাবেই। আসলে তাঁর নামে ফর্ম সেভেন জমা পড়েছিল বলে জানতে পেরে আরও আতঙ্কে ছিলেন তিনি।

  • Link to this news (এই সময়)