• আনন্দপুরে মিছিল করতে চেয়ে হাইকোর্টে শুভেন্দু, আজই শুনানির সম্ভাবনা
    এই সময় | ২৯ জানুয়ারি ২০২৬
  • আনন্দপুরে মিছিল করতে চেয়ে এ বার হাইকোর্টে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আনন্দপুরে বিধ্বংসী অগ্নিকাণ্ডের পিছনে নজরদারির অভাব ছিল বলে প্রথম থেকে অভিযোগ বিজেপির। এ বার সেই আনন্দপুরেই বৃহস্পতিবার মিছিল করতে চান শুভেন্দু। এ দিকে এ দিন সকাল থেকে আনন্দপুরে ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা বলবৎ করা হয়েছে। এই আবহে আদালতে শুভেন্দু।

    আজ, গড়িয়া শীতলা মন্দির এলাকা থেকে নরেন্দ্রপুর থানা পর্যন্ত মিছিল করে থানা ঘেরাও অভিযানের ডাক দিয়েছেন শুভেন্দু অধিকারী। থানা ঘেরাও অভিযানের পাশাপাশি অগ্নিকাণ্ডে ভস্মীভূত এলাকা পরিদর্শনে যাওয়ার কথা তাঁর।

    এ দিকে সেই কর্মসূচিতে অনুমতি দেয়নি পুলিশ। তাই এ বার হাইকোর্টের দ্বারস্থ তিনি। বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। এ দিন দুপুর ২টোয় শুনানির সম্ভাবনা রয়েছে।

    নরেন্দ্রপুর থানার আনন্দপুরের নাজিরাবাদ। ২৫ জানুয়ারি রাতে সেখানেই ডেকরেটার্স ও মোমোর গোডাউনে আগুন লাগে। এখনও অবধি ২১ জনের দেহাংশ মিলেছে। এ বার শুরু হবে ডিএনএ ম্যাপিং।

    বুধবার সকাল থেকে সেখানে পুলিশ প্রশাসনের পাশাপাশি যাতায়াত বেড়েছে সাধারণ মানুষের। পোড়া জতুগৃহ যেন দর্শনীয় স্থান। কেউ ক্যামেরা নিয়ে ভ্লগ করছেন, কেউ আবার ব্যাকগ্রাউন্ডে পোড়া ছাই নিয়ে সেলফি তুলতে মরিয়া।

    বাতাসে লাশের গন্ধ, কালো ছাইয়ের স্তূপ, ছাই ওড়ালে নজরে আসছে হাড়গোড়। তাই নাজিরাবাদ এখন ‘কনটেন্ট’-এর আধার। তাই আপাতত ১৬৩ ধারা বলবৎ করে তদন্ত এগোতে চাইছে পুলিশ।

  • Link to this news (এই সময়)