• ‘দাদা’-র ছেড়ে যাওয়া কুর্সিতে ‘বহিনী’? অজিত পওয়ারের প্রয়াণের পরে বড় পালাবদলের ইঙ্গিত
    এই সময় | ২৯ জানুয়ারি ২০২৬
  • অজিত পাওয়ারের আকস্মিক প্রয়াণের পরে তাঁর ছেড়ে যাওয়া কুর্সিতে কি এ বার তাঁর স্ত্রী সুনেত্রা পাওয়ারের অভিষেক হতে চলেছে? বুধবার বারামতীতে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের মৃত্যুর পরে এই প্রশ্নই এখন মারাঠা রাজনীতির কেন্দ্রবিন্দুতে।

    রাজনৈতিক মহলের খবর, অজিত পাওয়ারের শূন্যস্থান পূরণে সুনেত্রা পাওয়ারকেই সবচেয়ে যোগ্য বলে মনে করছে NCP-র শীর্ষ নেতৃত্ব। বর্তমানে সুনেত্রা রাজ্যসভার সাংসদ। তবে সুনেত্রাকেই উপমুখ্যমন্ত্রী পদের দায়িত্ব গ্রহণের প্রস্তাব দেওয়া হতে পারে বলে খবর। NCP নেতৃত্ব মনে করছে, ‘মহায়ুতি’ জোটের স্থায়িত্ব এবং বারামতীর আবেগকে ধরে রাখতে সুনেত্রাই সবথেকে যোগ্য প্রার্থী।

    ইতিমধ্যেই এই বিষয়ে সুনেত্রা পাওয়ারের সঙ্গে একান্ত বৈঠক করেছেন NCP নেতা প্রফুল্ল প্যাটেল, ছগন ভুজবল এবং সুনীল তটকরে বলে জানা গিয়েছে। NCP নেতা নরহরি জিরওয়াল সরাসরি বলেছেন, ‘জনসাধারণ চাইছেন ‘বহিনী’ (বউদি) মন্ত্রিসভায় যোগ দিন।’

    অর্থাৎ, মহায়ুতি জোটের সমীকরণে সুনেত্রা পাওয়ারের উত্তরণ এখন স্রেফ সময়ের অপেক্ষা বলেই মনে করা হচ্ছে।দল ও জোটের ভবিষ্যৎ নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশের সঙ্গে শিগগিরই আলোচনায় বসবেন প্রফুল্ল প্যাটেল বলে শোনা যাচ্ছে। তবে অজিত পাওয়ারের প্রয়াণের পরে NCP-র দুই শিবিরের পুনর্মিলন ঘটতে পারে বলে গুঞ্জন রয়েছে। সব মিলিয়ে অজিত পাওয়ারের প্রয়াণে মহারাষ্ট্রের রাজনীতিতে বড় বদলের আভাস মিলছে।

  • Link to this news (এই সময়)