• পূর্ব মেদিনীপুরের ময়নায় লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ রাখার অভিযোগ, রাজ্যের রিপোর্ট তলব হাইকোর্টের
    এই সময় | ২৯ জানুয়ারি ২০২৬
  • পূর্ব মেদিনীপুরের ময়নার বাগচা গ্রাম পঞ্চায়েতে প্রায় ৭ হাজার মহিলা রাজ্য সরকারের প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছিল। এ নিয়ে কলকাতা হাইকোর্টে মামলাও দায়ের হয় ৷ বৃহস্পতিবার মামলাটি ওঠে প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চে। ওই অভিযোগ নিয়ে রাজ্যকে দু’সপ্তাহের মধ্যে রিপোর্ট দিতে নির্দেশ দিল হাইকোর্ট। একই সঙ্গে ডিভিশন বেঞ্চের নির্দেশ, মামলার কারণে যেন এই প্রকল্পের টাকা দেওয়া যেন বন্ধ না হয়।

    এ দিন শুনানিতে মামলাকারীর আইনজীবী বিল্বদল ভট্টাচার্য জানান, গত সেপ্টেম্বর মাস থেকে বাগচা গ্রাম পঞ্চায়েতে লক্ষীর ভাণ্ডার প্রকল্পে বরাদ্দ অর্থ দেওয়া হচ্ছে না মহিলাদের। রাজ্য সরকার এই প্রকল্পে ১২০০ টাকা করে দেয় তফশিলি জাতির মহিলাদের। ‘জেনারেল’ মহিলাদের দেওয়া হয় মাসে ১০০০ টাকা। অভিযোগ, সাত হাজার মহিলাকে এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে।

    যদিও এ দিন রাজ্যের আইনজীবী অমল সেন জানান, নারী, শিশু ও সমাজকল্যাণ দপ্তর এই অর্থ দেয়। সেখানে ওই এলাকা থেকে বেশ কয়েকটি অভিযোগ জমা পড়েছে। বিষয়টি অনুসন্ধান করে দেখা হচ্ছে। আদালতে সেই বিষয়ে রিপোর্ট দেওয়া হবে বলেও জানান তিনি। এর জন্য আদালতের কাছে কিছুটা সময় চান তিনি। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এই মামলার প্রেক্ষিতে ১৭ ফেব্রুয়ারির মধ্যে রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছে। যদিও মামলার জন্য প্রকল্পের টাকা বন্ধ রাখা যাবে না, এই নির্দেশও দিয়েছে আদালত।

  • Link to this news (এই সময়)