বারামতী, ২৯ জানুয়ারি: বারামতীতে রাজনৈতিক জীবনের শুরু। এখান থেকে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন সাতবার। সেই মাটিতেই বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের। আজ, বৃহস্পতিবার সকালে বারামতীর বিদ্যা প্রতিষ্ঠান মাঠে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হয়েছে ৬৬ বছর বয়সি এই নেতার। তাঁকে শেষ শ্রদ্ধা জানান কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ, নীতিন গাদকারি, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ, বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন এবং পরিবারের সদস্যরা।প্রথমে স্থির হয়েছিল এদিন সকাল ন’টায় বিদ্যা প্রতিষ্ঠান ক্যাম্পাস থেকে শুরু হবে অজিত পাওয়ারের শেষযাত্রা। এরপর শহরের পাঁচটি পয়েন্ট ছুঁয়ে সকাল ১১টায় ফের সেই মাঠে ফিরে আসবে তাঁর নশ্বর দেহ। এখানেই তাঁদে প্রিয় ‘অজিত দাদা’কে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন সাধারণ মানুষ। কিন্তু ভিড় ক্রমশ জনপ্লাবনের রূপ নেওয়ায় যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়।পৃথ্বীরাজ চ্যবন, উদ্ধব থ্যাকারে, একনাথ সিন্ধে ও দেবেন্দ্র ফড়নবিশ— মোট চারজন মুখ্যমন্ত্রীর অধীনে উপমুখ্যমন্ত্রী হিসাবে কাজ করেছেন অজিত। তিন বছর আগে কাকা শারদ পাওয়ারের বিরুদ্ধে তাঁর বিদ্রোহ আড়াআড়ি ভেঙে দিয়েছিল এনসিপিকে। এনডিএ সরকারে যোগ দিয়ে উপমুখ্যমন্ত্রী হন অজিত।