• উদ্ধার বারমতীতে ভেঙে পড়া বিমানের ব্ল্যাক বক্স, রহস্য সমাধান হবে কি?
    বর্তমান | ২৯ জানুয়ারি ২০২৬
  • মুম্বই, ২৯ জানুয়ারি: বারমতীতে বিমান দুর্ঘটনায় অজিত পাওয়ারের মৃত্যুর ঘটনায় ‘রহস্যের’ অভিযোগ তুলেছে বিরোধীরা। সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে পূর্ণাঙ্গ তদন্তের দাবিও উঠেছে। আজ, বৃহস্পতিবার ঘটনাস্থল থেকে উদ্ধার হল ভেঙে পড়া বিমানের ব্ল্যাক বক্স। এতেই লুকিয়ে রয়েছে অভিশপ্ত বিমানের দুর্ঘটনার রহস্য। এমনই মত বিশেষজ্ঞদের। বারমতী বিমান দুর্ঘটনার ‘পূর্ণাঙ্গ, স্বচ্ছ ও দ্রুত’ তদন্তের আশ্বাস দিয়েছে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। বিরোধীরা ইতিমধ্যেই অবশ্য কেন্দ্রীয় সরকারি তদন্তে অনাস্থা প্রকাশ করেছে। তার প্রধান কারণ, আমেদাবাদে এয়ার ইন্ডিয়া বিপর্যয়ের রিপোর্ট এখনও জমা পড়েনি।ব্ল্যাক বক্সের মূলত দু’টি অংশ। একটি ককপিট ভয়েস রেকর্ডার (সিভিআর) এবং অপরটি ফ্লাইট ডেটা রেকর্ডার (এফডিআর)। পাইলটদের কথাবার্তার পাশাপাশি উড়ান সংক্রান্ত যাবতীয় তথ্যও জানা যাবে এটি থেকে। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের অধীনস্থ এয়ারক্র্যাফট অ্যাকসিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরোর একটি টিম বুধবারই বারামতীর দুর্ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিল। সেখান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নমুনা সংগ্রহ করেছে তারা। আজ সকালে ঘটনাস্থলে আসে ডিজিসিএ আধিকারিক ও ফরেন্সিক বিশষেজ্ঞদের একটি দল। চলছে নমুনা সংগ্রহের কাজ।এদিন সকালে বারামতীর বিদ্যা প্রতিষ্ঠান মাঠে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হয়েছে ৬৬ বছর বয়সি অজিত পাওয়ারের। তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ, নীতিন গাদকারি, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ, বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন এবং পরিবারের সদস্যরা।
  • Link to this news (বর্তমান)