নয়াদিল্লি, ২৯ জানুয়ারি: নয়া ইউজিসি বিধি নিয়ে সুপ্রিম কোর্টে মুখ পুড়ল মোদি সরকারের। এই নিয়মের অপব্যবহারের প্রবল সম্ভাবনা আছে বলে আশঙ্কা প্রকাশ করেছে সর্বোচ্চ আদালত। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ সাফ জানিয়েছে, ‘এই নিয়ম সমাজে বিভেদ সৃষ্টি করবে। যার ফল হবে মারাত্মক। যে কারণে আমরা হাত গুটিয়ে থাকতে পারি না।’ এই পরিস্থিতিতে নয়া ইউজিসি বিধির উপরে স্থগিতাদেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। বিশেষজ্ঞদের নিয়ে বিধিটি পরীক্ষা করা প্রয়োজন বলেও আদালত জানিয়েছে। এরপর খুশিতে লখনউ সহ দেশের বিভিন্ন প্রান্তে পড়ুয়ারা রাস্তায় নেমে পড়েন। কোথাও কোথাও অকাল হোলিতে মাতেন তাঁরা।সুপ্রিম কোর্টের এই নির্দেশ সামনে আসতেই কেন্দ্রকে তুলোধোনা করেছে বিরোধীরা। আপ সাংসদ মালবিন্দর সিং কাং বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠানে যোগ্যতাই একমাত্র মানদণ্ড হওয়া উচিত। কিন্তু নয়া নিয়মে প্রতিষ্ঠানের স্বায়ত্তশাসন এবং স্বাধীনতা হরণ করা হয়েছে।’ইউজিসি বিধিকে প্রত্যাহারের দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ শুরু হয়েছিল। আদতে এই বিধি বিভাজনের রাজনীতিকেই আরও বেশি উসকে দেবে অভিযোগ। এমনকী সংঘ পরিবারের ছাত্র শাখা বিদ্যার্থী পরিষদ দাবি করেছিল, এই বিধিতে আরও স্বচ্ছতা এবং ভারসাম্য রক্ষা করা প্রয়োজন ছিল।