• অন্তর্বর্তী বাজেটের আগে বদলাতে পারে রাজ্য মন্ত্রীসভার বিশেষ বৈঠকের দিনক্ষণ
    দৈনিক স্টেটসম্যান | ২৯ জানুয়ারি ২০২৬
  • প্রথমে সিদ্ধান্ত হয়েছিল, ৩১ জানুয়ারি থেকে রাজ্য বিধানসভার অন্তর্বর্তী বাজেট অধিবেশন শুরু হবে এবং ২ ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিধানসভায় তাঁর ঘরে মন্ত্রীসভার বিশেষ বৈঠক বসবে। সেই বৈঠকেই সরকারের অন্তর্বর্তীকালীন বাজেটে অনুমোদন দেওয়ার কথা ছিল। এই বিষয়ে বিজ্ঞপ্তিও জারি করা হয়েছিল। কিন্তু পরে অধিবেশনের সূচি বদলে ৩ ফেব্রুয়ারি থেকে শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়।

    এদিকে ২ ফেব্রুয়ারি দিল্লিতে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেই কারণে ওই দিন মন্ত্রীসভার বৈঠক হওয়া সম্ভব নয় বলেই নবান্ন সূত্রে খবর। পাশাপাশি ৪ ফেব্রুয়ারি শবেবরাত উপলক্ষে রাজ্যে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে সেদিনও বিধানসভায় কোনও অধিবেশন বসবে না।

    বর্তমানে ঠিক হয়েছে, ৫ ফেব্রুয়ারি বিধানসভায় অন্তর্বর্তী বাজেট পেশ করা হবে। এটি সপ্তদশ বিধানসভার শেষ বাজেট। নিয়ম অনুযায়ী বাজেট পেশের আগে মন্ত্রীসভার অনুমোদন প্রয়োজন হওয়ায়, তার আগেই বিশেষ বৈঠক ডাকতে হবে রাজ্য সরকারকে। বিধানসভার বাজেট অধিবেশনের চূড়ান্ত সূচি ঘোষণার দায়িত্ব স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের। সে কারণেই ২ ফেব্রুয়ারি তাঁর ঘরে কার্যবিবরণী কমিটির বৈঠক ডাকা হয়েছে। ওই বৈঠকের পরই অধিবেশনের দিনক্ষণ ঘোষণা করা হবে এবং তার সঙ্গে সামঞ্জস্য রেখে মন্ত্রীসভার বিশেষ বৈঠকের নতুন সময়সূচি জানাবে নবান্ন।

    সূত্রের খবর, ৩ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত অধিবেশন চলার কথা থাকলেও কর্মদিবস কম থাকায় প্রয়োজনে সময়সীমা বাড়ানো হতে পারে। ওই অধিবেশনেই এসআইআর এবং ইডি-সিবিআইয়ের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলে আলোচনা হওয়ার সম্ভাবনাও রয়েছে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)