• দীঘায় ভয়ংকর ঘটনা! বেড়াতে এসে পর্যটক মহিলার রহস্যমৃত্যু...
    ২৪ ঘন্টা | ২৯ জানুয়ারি ২০২৬
  • আকিরণ মান্না: দীঘায় ভয়ংকর ঘটনা! বেড়াতে এসে রহস্যমৃত্যু এক পর্যটক মহিলার। মৃতার নাম ঝরনা পৈলান (২৭)। এই ঘটনায় ইতিমধ্যেই তিনজনকে গ্রেফতার করেছে দীঘা থানা পুলিস। ধৃতদের এদিন কাঁথি আদালতে তোলা হয়।

    পুলিস সূত্রে জানা গিয়েছে, ধৃতরা হল সোল্লা বিবি, রহিমউদ্দিন গাজি এবং এমডি খইরুল। জানা যায়, ঝরনা পৈলান দীর্ঘদিন ধরেই স্বামী পরিত্যক্তা ছিলেন। তাঁর এক ছেলে ও এক মেয়ে রয়েছে। স্বামী পরিত্যক্তা হওয়ার পর থেকে তিনি বাবার বাড়িতেই থাকতেন। কর্মসূত্রে মুম্বইয়ে আয়ার কাজ করতেন। কয়েকদিন আগে অভিযুক্তদের সঙ্গে তাঁর পরিচয় হয়। এরপর তারা তাঁকে দীঘায় বেড়াতে নিয়ে আসেন। 

    গতকাল হোটেলে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখে হোটেল কর্মীরা তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ধৃতদের দাবি, একসঙ্গে বসে মদ্যপান করার সময় অতিরিক্ত মদ্যপানের ফলেই এই ঘটনা ঘটেছে। তবে মৃতার পরিবারের অভিযোগ, এটি পরিকল্পিত খুন। মৃতার দাদা সৌমেন কুইল্লা বলেন, “আমার বোনকে পরিকল্পনা করে খুন করা হয়েছে। আমরা পুলিসের কাছে অভিযোগ দায়ের করেছি।” পুলিস জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে।

     

  • Link to this news (২৪ ঘন্টা)