• ছেলেকে বাঁচাতে বল্লম-কাস্তে দিয়ে লেপার্ড মারলেন বৃদ্ধ বাবা! মামলা বন দপ্তরের
    এই সময় | ২৯ জানুয়ারি ২০২৬
  • নিজের জীবন বাজি রেখে হাড়হিম করা লড়াই বাবার। লেপার্ডের মরণকামড় থেকে ছেলেকে বাঁচালেন বৃদ্ধ। ভয়াবহ ঘটনাটি গুজরাটের গির সোমনাথ জেলার। বৃহস্পতিবার দুপুরে গাংদা গ্রামের উপকণ্ঠে এক ক্ষুধার্ত লেপার্ড হানা দিয়েছিল ওই এলাকায়। শেষ পর্যন্ত বল্লম ও কাস্তের আঘাতে বাঘটিকে খতম করেন ওই বৃদ্ধ।

    স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, বৃদ্ধের নাম বাবু ভাজা। কৃষিকাজ করন। বুধবার রাতে গাংড়া গ্রামের উপকণ্ঠে নিজের বাড়ির বারান্দাতেই বসে বিশ্রাম নিচ্ছিলেন তিনি। হঠাৎ জঙ্গল থেকে একটি লেপার্ড বেরিয়ে এসে তাঁর উপরে ঝাঁপিয়ে পড়ে।

    বাবার আর্তনাদ শুনে ছুটে এসেছিলেন তাঁর ছেলে। তাঁকে দেখে বাবাকে ছেড়ে তাঁর উপরেই হামলা চালায় হিংস্র লেপার্ডটি। ছেলের শরীর থেকে রক্ত ঝরতে দেখে আহত অবস্থাতেও অসীম সাহসিকতার পরিচয় দেন তাঁর বাবা।

    পাশে পড়ে থাকা একটি বল্লম ও একটি কাস্তে নিয়ে তিনি লেপার্ডটির উপরে ঝাঁপিয়ে পড়েন। শুরু হয় রক্তক্ষয়ী লড়াই। লেপার্ডটিকে একের পর এক আঘাত করতে থাকেন ওই বৃদ্ধ। এক সময়ে লেপার্ডটি লুটিয়ে পড়ে এবং সেখানেই তার মৃত্যু হয়।

    গুরুতর জখম অবস্থায় বাবা ও ছেলেকে উদ্ধার করে দ্রুত এক স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে।

    পরে বন দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে লেপার্ডটির দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠান। অদ্ভুত বিষয় হলো, লেপার্ডটিকে হত্যা করার জন্য বাবু ভাজার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন বনকর্তারা।

    প্রসঙ্গত উল্লেখ্য, গুজরাটে সাম্প্রতিক সময়ে লেপার্ডের সংখ্যা ২,২০০ ছাড়িয়ে গিয়েছে। এর ফলে প্রায়শই খাবারের খোঁজে তারা লোকালয়ে চলে আসে। ফলে মানুষের সঙ্গে বন্যপ্রাণের সংঘাতের ঘটনা ক্রমে বেড়েই চলেছে।

  • Link to this news (এই সময়)