• ফের বিয়ে করলেও কি আগের স্বামীর পেনশন পাবেন স্ত্রী? বড় রায় দিল্লি হাই কোর্টের
    এই সময় | ২৯ জানুয়ারি ২০২৬
  • সরকারি চাকরি করতে করতে স্বামী মারা গেলে নিয়ম অনুযায়ী বিধবা স্ত্রী ফ্যামিলি পেনশন পান। কিন্তু তিনি যদি নতুন করে বিয়ে করেন, তাহলে কি আর ফ্যামিলি পেনশন পাবেন? এই সংক্রান্ত একটি মামলায় বড় রায় দিল দিল্লি হাইকোর্ট।

    আদালত জানিয়েছে, এমন ঘটনার ক্ষেত্রে সন্তানহীন বিধবা স্ত্রী পুনর্বিবাহ করলেও ফ্যামিলি পেনশনের অধিকারী হবেন। বিশেষ করে যদি তাঁর পর্যাপ্ত এবং স্বাধীন রোজগার না থাকে।

    আদালত ১৯৭২ সালের সেন্ট্রাল সিভিল সার্ভিস (পেনশন)-এর ৫৪ নম্বর রুলের সাংবিধানিক বৈধতার কথা তুলে ধরেছে। বিচারপতি অনিল ক্ষেত্রপাল এবং বিচারপতি অমিত মহাজনের ডিভিশন বেঞ্চ জানিয়েছেন, এই আইন সামাজিক কল্যাণের কথা মাথায় রেখে করা হয়েছে। বিধবাদের আর্থিক নিরাপত্তা দেওয়া এবং তাঁদের পুনর্বিবাহ করতে উৎসাহ দেওয়ার জন্যই তৈরি হয়েছে।

    এক সিআরপিএফ জওয়ান কর্মরত অবস্থায় মারা গিয়েছিেলন। তাঁর মৃত্যুর পরে নিয়ম অনুযায়ী ফ্যামিলি পেনশন পাচ্ছিলেন তাঁর স্ত্রী। ওই মহিলা নতুন করে বিয়ে করার পরে, ওই পেনশনের অধিকার দাবি করেন নিহত জওয়ানের বাবা-মা। ওই দাবি নিয়ে মামলা করেন তাঁরা। নিহত জওয়ানের বাবা-মায়ের দাবি ছিল, তাঁরা ছেলের রোজগারের উপর নির্ভরশীল ছিলেন। যেহেতু তাঁদের নিহত পুত্রের স্ত্রী পুনর্বিবাহ করেছেন, তাই পেনশনের উপর তাঁর আর অধিকার নেই বলে দাবি করেন বৃদ্ধ দম্পতি। ১৯৭২ সালের সেন্ট্রাল সিভিল সার্ভিস (পেনশন)-এর ৫৪ নম্বর রুলকে চ্যালেঞ্জ করে মামলা করেন তাঁরা।

    ওই বৃদ্ধ দম্পতি দাবি করেন যে, এই অবস্থায় পেনশন তাঁদের পাওয়া উচিত। তাঁদের দাবি, যেহেতু তাঁদের ছেলের মৃত্যুর পরে তাঁর স্ত্রী নতুন করে বিয়ে করেছেন। তাই আগের সম্পর্ক আর নেই। এই অবস্থায় ছেলের রোজগারের উপর নির্ভরশীল হওয়ায়, তাঁরা আর্থিক কষ্টে রয়েছেন। সেই কারণেই তাঁদের ফ্যামিলি পেনশন দেওয়া হোক বলে আবেদন করেন তাঁরা। যদিও সেই দাবি খারিজ করে দিয়েছে দিল্লি হাই কোর্ট।

    আদালতের বক্তব্য, ফ্যামিলি পেনশন কোনও উত্তরাধিকারের বিষয় নয়। সরকারের পেনশন রুল অনুযায়ী, মৃত বা নিহত সরকারি কর্মীর পরিবারের আর্থিক নিরাপত্তার জন্য এই নিয়ম চালু রয়েছে। আদালত জানিয়েছে, ৫৪ নম্বর রুলে স্পষ্ট বলা রয়েছে যে, যদি কোনও সরকারি কর্মী বিবাহিত অবস্থায় মারা যান, তাহলে তাঁর বিধবা স্ত্রী পেনশনের অধিকারী হবেন, বাবা-মা পাবেন না। যতদিন পর্যন্ত ওই মহিলা বেঁচে থাকবেন, ততদিনই তিনি পেনশন পাবেন। এর সঙ্গেই আদালত জানিয়েছে, সরকারের পেনশনের নিয়ম শুধুমাত্র আর্থিক নিরাপত্তা দেওয়ার জন্য নয়, সামাজিক ভাবে নতুন করে জীবন শুরু করার জন্যও উৎসাহ দেয়। হাই কোর্ট জানিয়েছে, যদি স্ত্রী বা সন্তান না থাকে তাহলেই একমাত্র বাবা-মা ফ্যামিলি পেনশন পেতে পারেন।

  • Link to this news (এই সময়)