• হিয়ারিং-এ ২০০ জনকে ডাকার পরে নিজেই নোটিস পেলেন BDO, ‘বিপদের নাম’— SIR!
    এই সময় | ২৯ জানুয়ারি ২০২৬
  • পশ্চিম মেদিনীপুরের দাঁতন-২ ব্লকের বিডিও অভিরূপ ভট্টাচার্য এ বার পেলেন শুনানির নোটিস।শুক্রবার তাঁকে শুনানিতে ডেকে পাঠানো হয়েছে। এনিউমারেশন ফর্মে তাঁর বাবার নামের বানানের সঙ্গে SIR-২০০২ তালিকার মিল না থাকায় শুনানিতে ডেকে পাঠানো হয়েছে বলে নোটিসে উল্লেখ রয়েছে।

    WBCS (এগজ়িকিউটিভ) অফিসার অভিরূপ ভট্টাচার্য বর্তমানে দাঁতন বিধানসভা কেন্দ্রের একজন AERO। তাঁর বাবা শক্তিধর ভট্টাচার্য, কেন্দ্রীয় সরকারের একজন অবসরপ্রাপ্ত প্রশাসনিক কর্তা। তাঁর মা সাধনা ভট্টাচার্য, বিএসএনএল-এর অবসরপ্রাপ্ত সিনিয়র ডিভিশনাল ইঞ্জিনিয়ার। বর্তমানে তাঁর বৃদ্ধ মা-বাবা কলকাতার বেলেঘাটায় থাকেন।

    জেলা প্রশাসন সূত্রে খবর, ৩০ জানুয়ারি নিজে তিনি হিয়ারিং এর জন্য ২০০ জনকে ডেকে পাঠিয়েছেন। তার মধ্যেই বৃহস্পতিবার তিনি নিজে হিয়ারিং-এর ডাক পেলেন। যদিও এ ব্যাপারে জানতে ‘এই সময় অনলাইন’- এর তরফে অভিরূপকে ফোন করা হলে তিনি কোনও মন্তব্য করতে চাননি। তবে তাঁর ঘনিষ্ঠ মহল সূত্রেই খবর, তিনি গোটা বিষয়টি ঊর্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। আপাতত তিনি শুক্রবার যাবেন না বলেই ঠিক করেছেন।

    তবে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজের সঙ্গে যুক্ত আধিকারিকদের শুনানির নোটিস পাঠানোর ঘটনা নতুন নয়। দু’দিন আগেই ভরতপুর-২ ব্লকের বিডিও অনির্বাণ সেনগুপ্তকেও শুনানির নোটিস পাঠানো হয়েছিল।

    এর আগে তমলুকের বিডিও তথা AERO শেখ ওয়াসিম রেজাও হিয়ারিং এর জন্য ডাক পেয়েছেন। বাদ যাননি রাজ্যের একাধিক SDO, সচিব পর্যায়ের আধিকারিকরাও।

  • Link to this news (এই সময়)