আজকাল ওয়েবডেস্ক: রাজ্যে চলছে এসআইআর শুনানি। সেই শুনানিতে ডাকা হয়েছে জাতীয় দলের প্রাক্তন ফুটবলার মেহতাব হোসেনকে। আর এই ডাক প্রসঙ্গে রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র আইনজীবী দেবজিৎ সরকারের দাবি, "উদ্বাস্তু হয়ে খিচুড়ির বাটি হাতে লাইনে দাঁড়ানোর বদলে একদিন এসআইআর-এর শুনানির লাইনে দাঁড়ানো ভালো। তিনি যখন বিমানবন্দরে প্রবেশ করেন তখন কি তাঁকে 'চেক' করা হয় না?"
রাজ্য ও দেশের হয়ে খেলা প্রাক্তন এই ফুটবলার প্রসঙ্গে দেবজিতের করা এই মন্তব্যের তীব্র সমালোচনা শোনা গিয়েছে উলুবেড়িয়া পূর্ব তৃণমূল কংগ্রেসের বিধায়ক এবং প্রাক্তন ফুটবলার বিদেশ বসুর মুখে। দেবজিতের প্রতি তাঁর উক্তি, "মানুষ যদি পদে থাকে তবে কি তাঁর ভাষা বা আকৃতি ও প্রকৃতি পরিবর্তন হয়ে যায়? একজন খেলোয়াড়কে এভাবে বিদ্রুপ করার সাহস তিনি কোথা থেকে পেলেন? তিনি হয়ত খেলা দেখেন না বা খবর রাখেন না। তাতে কিছু যায় আসে না। মেহতাব ভারতের হয়ে ফুটবল খেলেছেন। বড় ক্লাবগুলিতে খেলেছেন। তাঁর সম্পর্কে এভাবে কথা বা অপমান! অবাক হয়ে যাচ্ছি। সবাই ওঁদের কাছে পশু হয়ে গিয়েছে। এবারের নির্বাচনেই বোঝা যাবে লোকজন মানুষ না অমানুষ কাকে বেছে নেয়। তিনি ভারতের জন্য কী করেছেন আর মেহতাব কী করেছেন? ভাবছি রাজনীতি মানুষকে কোন্ জায়গায় নামিয়ে দেয়!"
এদিন সল্টলেকের বিজেপি দপ্তরে বসে দেবজিৎ অভিযোগ করেন রাজ্য সরকারি কর্মী সংগঠনের এক শ্রেণির কর্মীদের জন্যই সাধারণ মানুষের হয়রানি হচ্ছে। দেশের মুখ্য নির্বাচনী কমিশনার যেন স্বশরীরে এসে গোটা বিষয়টি দেখেন বলেও তিনি দাবি করেন। উল্লেখ্য, কমিশনারকে এর আগেও রাজ্যে এসে পরিস্থিতি দেখার বিষয়ে দাবি করেছেন সাংসদ ও পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য।