উত্তরাখণ্ডে 'কাশ্মীরি মুসলিম' গ্রাহকদের উপর চড়াও খাবার বিক্রেতা, আহত ২
বর্তমান | ৩০ জানুয়ারি ২০২৬
দেরাদুন, জানুয়ারি ২০২৬: কাশ্মীরি মুসলিম পরিচয় দিতেই বেদম মার! আক্রান্ত একজন নাবালক-সহ মোট দু’জন। এমনই চাঞ্চল্যকর অভিযোগ উত্তরাখন্ডের এক খাবার বিক্রেতার বিরুদ্ধে। অভিযোগ, দু'জন কাশ্মীরি শাল বিক্রেতা আসেন উত্তরাখন্ডের দেরাদুন জেলার বিকাশনগরে। একটি খাবার দোকানে খাবার কিনতে যান তাঁরা। সেই সময় কথার ছলেই ওই দোকানের মালিক তাঁদের জাতপাত, ঠিকানা সম্পর্কে বিশদে খোঁজ নেয়। দুই শাল বিক্রেতা তাঁদের পরিচয় দিতেই গোলমাল শুরু। কার্যত ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায় সেখানে। গ্রাহকরা কাশ্মীরি মুসলিম, একথা জানার পরই দু'জনের উপর চড়াও হয় ওই দোকানদার। অভিযোগ, আক্রমণ করা হয় দু'জনকে। এই ঘটনায় গুরুতর আহত হন তাঁরা।পরে আক্রান্তরা জানান, হঠাৎই ওই দোকানদার তাঁদের নাম-পরিচয়-ঠিকানা জিজ্ঞাসা করেন। তাঁদের মধ্যে একজন নাম দানিশ বলে জানায়। এরপর অভিযুক্ত জিজ্ঞাসা করেন তিনি কী মুসলিম? তিনি হ্যাঁ বলার পরই তাঁদের ঠিকানা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করতে শুরু করেন ওই দোকানের মালিক। সমস্ত উত্তর মেলার পর পহেলগামে সন্ত্রাসী হামলার সঙ্গে সম্পর্কিত ক্ষোভ উগরে দেন। করেন আপত্তিকর মন্তব্যও। এরপর শুরু হয় বেধড়ক মারধর। এই খবরে বেজায় ক্ষুব্ধ স্থানীয় সংখ্যালঘু সম্প্রদায়ের একাংশ। ইতিমধ্যেই ওই দোকানদারের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ। একজন অভিযুক্তকে আটকও করা হয়েছে। দায়ের হয়েছে মামলা। অন্যদিকে, আহতদের চিকিৎসকদের কাছে নিয়ে যাওয়া হয়েছে। করা হয়েছে একাধিক শারীরিক পরীক্ষা। সেগুলির রিপোর্ট পাওয়ার পর অতিরিক্ত ধারায় পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। জানিয়েছেন দেরাদুনের এসএসপি অজয় সিং।