• এসআইআর-এর শুনানিতে যাওয়ার সময় দুর্ঘটনা, মৃত্যু একই পরিবারের ৪ জনের
    বর্তমান | ৩০ জানুয়ারি ২০২৬
  • সংবাদদাতা, উলুবেড়িয়া: এসআইআর-এর শুনানির জন্য রওনা হও়য়াই কাল হল গোটা পরিবারের। গতকাল অর্থাৎ বুধবার এসআইআর-এর শুনানিতে যাওয়ার জন্য দুই শিশুকে নিয়ে স্বামীর সঙ্গে বাইকে চড়ে যাচ্ছিলেন সাবিনা। সাঁকরাইলের ধুলাগড় থেকে বাগনানের হাটুরিয়া গ্রাম পঞ্চায়েতে তাঁর বাপের বাড়ি যাচ্ছিলেন তিনি। এরপর ১৬ নং জাতীয় সড়কে উলুবেড়িয়া থানার বানীতলা চেকপোস্টের কাছে ঘটে মর্মান্তিক দুর্ঘটনা।আচমকাই একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে তাঁদের বাইকে। অকুস্থলেই দুই শিশু-সহ মৃত্যু হয় তাঁর স্বামীর। দুর্ঘটনায় মারাত্মক জখম হন সাবিনা বেগম ওরফে জোৎস্না। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করা হয়। ভর্তি করা হয় কলকাতার এসএসকেএম হাসপাতালে। কিন্তু শেষ রক্ষা হল না। আজ, বৃহস্পতিবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় সাবিনার। পরিবারের চারজনেরই মৃত্যু হল বাইক দুর্ঘটনায়। এই ঘটনায় শোকস্তব্ধ তাঁদের পরিজনেরা। 
  • Link to this news (বর্তমান)