• 'বুদ্ধদেব ভট্টাচার্য ২৪ বছর বিধায়ক ছিলেন, ১১ বছরেরও বেশি মুখ্যমন্ত্রী... এলাকায় একটুতেই জল জমে যেত, লোডশেডিং হত...'
    ২৪ ঘন্টা | ৩০ জানুয়ারি ২০২৬
  • রণয় তিওয়ারি: প্রয়াত হয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তবে মৃত্যুর পরও যেন ‘রেহাই’ নেই তাঁর।

    নতুন ব্রিজের উদ্বোধন করতে এসে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে খোঁচা মন্ত্রী অরূপ বিশ্বাসের। তাঁর মুখে শোনা গেল যাদবপুরের এক সময়ের বিধায়ক তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর নাম।

    'বুদ্ধদেব ভট্টাচার্য ২৪ বছর বিধায়ক ছিলেন। ১১ বছরেরও বেশি সময়ে ধরে মুখ্যমন্ত্রী ছিলেন। আমি যখন এলাম, তখন ভাবলাম সাজানো বাগান, কিন্তু এসে দেখি, এখানকার লোকজনরা বলছেন একটুতেই জল জমে যায়। লোডশেডিং হয়। পানীয় জল নেই। আমরা বুদ্ধদেব ভট্টাচার্য নই, ২৪ বছর ক্ষমতায় থাকব, আর মানুষকে জলে ডুবিয়ে রাখব'।

    'মমতার মতো মুখ্যমন্ত্রী কোথাও দেখতে পাইনি...' বলেন, মানসরঞ্জন ভূঞ্যা।

    তিনি আরও বলেন, '৩৪ বছর জ্যোতি বসু, বুদ্ধদেব বাবুকে দেখেছি। বিধানসভাতেও লোডশেডিং হয়ে যেত। বাইরে এসে জল খেতে হত...'

    প্রসঙ্গত, বৃহস্পতিবার বাঁশদ্রোণী এলাকায় নতুন বাজার ঢালাই ব্রিজের উদ্বোধন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস এবং মন্ত্রী ডা. মানস রঞ্জন ভূঁইয়া।


    ব্রিজ উদ্বোধন করতে এসেই, এলাকার উন্নয়ন নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে খোঁচা দেন রাজ্য়ের বিদ্যুত্‍মন্ত্রী।

    এ বিষয়ে সিপিআইএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, 'অরূপ বিশ্বাস মেসিকাণ্ডের পর বাংলার মুখ যা কালিমালিপ্ত করেছে, তারপরেও মন্ত্রী থেকে গিয়েছে, তাতে মমতা ব্যানার্জি যা বলবেন, সে-ও তাই বলবে। এর থেকে আর বেশি কী? ১৫ বছরের কথা বলুক ও... ক্ষমতায় আসার পর ১৫ বছরে কী করেছে? যে এলাকার কথা বলছে, বুদ্ধবাবু আসার আগে সেই এলাকা মাটির ছিল...ও জানে কিছু? কিছু না জেনে বাজে কথা বন্ধ করা উচিত্‍ নেতা-মন্ত্রীদের... অবশ্য তৃণমূলের এসবের কোন বালাই নেই....'

     

  • Link to this news (২৪ ঘন্টা)