• বহরমপুরের হোটেলে মধুচক্র চালানোর অভিযোগ, পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪
    এই সময় | ৩০ জানুয়ারি ২০২৬
  • বহরমপুর শহর লাগোয়া একটি হোটেলে দীর্ঘদিন ধরেই মধুচক্র চালানো হচ্ছিল বলে অভিযোগ। বৃহস্পতিবার ওই হোটেলে অভিযান চালিয়ে চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে এক জন মহিলা। ওই হোটেল থেকেই উদ্ধার করা হয়েছে এক তরুণীকে।

    পুলিশ সূত্রে খবর, বহরমপুর লাগোয়া চুঁয়াপুরের একটি হোটেলে অনেক দিন ধরেই বেআইনি কাজ চলছিল। ওই হোটেলকে বেআইনি কাজে ব্যবহার করছিলেন হোটেল মালিক রীনা বিশ্বাস ও হোটেল ম্যানেজার রামেন্দ্র পাল বলে অভিযোগ। বৃহস্পতিবার দুপুরে ওই হোটেলে অভিযান চালায় বহরমপুর থানার পুলিশ।

    পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবারের ওই অভিযানে গ্রেপ্তার করা করা হয়েছে সৌভিক ঘোষ, সৌমেন মণ্ডল,প্রভাত চক্রবর্তী এবং চম্পা মণ্ডলকে। সৌভিক ঘোষ নদিয়ার তেহট্ট এলাকার বাসিন্দা। সৌমেন বহরমপুর থানার পঞ্চাননতলা এলাকার এবং প্রভাত ভাকুডি এলাকার বাসিন্দা। চম্পার বাড়ি মুর্শিদাবাদ জেলারই কাশিমবাজার এলাকায় বলেও জানা গিয়েছে।

    পুলিশ সূত্রে খবর, যে তরুণীকে উদ্ধার করা হয়েছে তাঁর বাড়ি বেলডাঙা এলাকায়। তাঁকে একটি হোমে রাখা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

    এই হোটেলটিকে অবৈধ যৌন ব্যবসার আখড়া হিসেবে ব্যবহার করা হচ্ছিল বলে জানা গিয়েছে। হোটেলের মালিক ও ম্যানেজার-সহ আরও কয়েক জন এই কারবার চালাচ্ছিলেন বলে অভিযোগ।

    ওই ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছেন বহরমপুর থানার আইসি উদয়শঙ্কর ঘোষ। ওই চক্রের সঙ্গে আর কেউ জড়িত কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। পুলিশ জানিয়েছে, ধৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। শুক্রবার ধৃতদের আদালতে তোলা হবে ।

  • Link to this news (এই সময়)