• 'সাহায্য পাচ্ছি না', অভিযোগ শোকাহত পরিবারের সদস্যদের
    এই সময় | ৩০ জানুয়ারি ২০২৬
  • এই সময়, খড়্গপুর: আনন্দপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও নিখোঁজ পিংলার মালিগেড়িয়া গ্রামের তিন যুবক। বুধবার তিন যুবকের বাবা নরেন্দ্রপুর থানায় ডিএনএ পরীক্ষার জন্য যান। পরীক্ষার ব্যবস্থাও করেছে পুলিশ। কিন্তু পরিবারের অভিযোগ, জেলা পুলিশ-প্রশাসন বা স্থানীয় শাসকদল এ ব্যাপারে তাঁদের সাহায্য করছে না। শোকাহত পরিবারের সদস্যদেরই কষ্ট করে সমস্ত কিছু করতে হচ্ছে।

    যদিও পুলিশের দাবি, এ ক্ষেত্রে নরেন্দ্রপুর থানা সরাসরি ওই পরিবারের সঙ্গে যোগাযোগ করবে। জেলা পুলিশ বা প্রশাসনের মাধ্যমে কিছুই করার নেই। কলকাতার আনন্দপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় মালিগেড়িয়ার অনুপ প্রধান, বিশ্বজিৎ সাউ এবং কৃষ্ণেন্দু ধাড়া নিখোঁজ।

    বিশ্বজিতের কাকা প্রশান্ত সাউ বলেন, 'পূর্ব মেদিনীপুরের নিখোঁজ পরিবারের সদস্যদের জন্য ওই জেলার শাসকদল সব ধরনের সাহায্য করছে। কিন্তু আমাদের তিনটি পরিবারের সঙ্গে আমাদের জেলার কেউ যোগাযোগ পর্যন্ত করেনি। নিজেদের খোঁজ নিয়ে ডিএনএ পরীক্ষার জন্য যেতে হয়েছে। এমন শোকের আবহে যদি কিছুটা সাহায্য পেতাম ভালো হতো।'

    পিংলা ব্লক তৃণমূলের সভাপতি শেখ সবেরাতি বলেন, 'আমাদের দলের কর্মীরা তো নিয়মিত খোঁজ রাখছেন। তবু ওঁরা কেন এমন বলছেন বুঝতে পারছি না। আমরা ওই পরিবারের পাশে রয়েছি। আমি নিজেও ওঁদের বাড়িতে যাব।'

  • Link to this news (এই সময়)