• বিজেপির আর্জি মেনে বাংলায় একাধিক প্রকল্পে অনুমোদন রেলের
    বর্তমান | ৩০ জানুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: অজিত পাওয়ারের বিমান দুর্ঘটনায় তদন্ত প্রয়োজন মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন বঙ্গ বিজেপির সাংসদ জগন্নাথ চট্টোপাধ্যায়। তাতে অবশ্য প্রাপ্তির ঝুলি ফাঁকা নেই। ভোটমুখী বাংলায় নির্বাচনী উপহার হিসাবে বিজেপি সাংসদদের আর্জি মেনে একের পর এক প্রকল্প অনুমোদনের ধুম পড়েছে রেলে।জানা যাচ্ছে, নতুন রেল লাইন থেকে ডাবলিং—তালিকায় রয়েছে সবই। বৃহস্পতিবারই রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছ থেকে অনুমোদন সংক্রান্ত চিঠি পেয়েছেন রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার এবং রায়গঞ্জের দলীয় এমপি কার্তিক পাল। জগন্নাথবাবুর আবেদন মেনে রানাঘাট থেকে দত্তফুলিয়া পর্যন্ত নতুন রেল লাইন তৈরির প্রকল্পে অনুমোদন দেওয়া হয়েছে। অন্যদিকে, কার্তিকবাবুর আর্জি মেনে রায়গঞ্জ-ডালখোলা, গাজোল-ইটাহার এবং রায়গঞ্জ-ইটাহার নতুন রেল লাইন তৈরির প্রকল্প অনুমোদিত হয়েছে। ভোটের আবহে এই ঘোষণা বঙ্গ বিজেপিকে বাড়তি অক্সিজেন দেবে, মত রাজনৈতিক মহলের।
  • Link to this news (বর্তমান)