নয়াদিল্লি: ক্যাম্পাসে বৈষম্য রোধে আনা ইউজিসির নয়া বিধিতে বৃহস্পতিবার স্থগিতাদেশ জারি করেছে সুপ্রিম কোর্ট। এই সিদ্ধান্তকে এদিন স্বাগত জানিয়েছেন সমাজবাদী পার্টির (এসপি) সভাপতি অখিলেশ যাদব। বহুজন সমাজ পার্টির (বিএসপি) সুপ্রিমো মায়াবতীও শীর্ষ আদালতের অবস্থানকে সমর্থন জানিয়েছেন। ইউজিসি বিধির প্রতিবাদে যে সব প্রতিষ্ঠান ও ছাত্র সংগঠন বিক্ষোভ দেখাচ্ছিল, সুপ্রিম কোর্টের স্থগিতাদেশে তারাও খুশি। এদিন এক্স হ্যান্ডলে অখিলেশ লিখেছেন, ‘প্রকৃত বিচার সেটাই যা অন্য কারও প্রতি অবিচার করে না। নিছক বিধি নয়, তার উদ্দেশ্যও গুরুত্বপূর্ণ।’ মায়াবতী লিখেছেন, ‘বৈষম্য রোধের কথা বললেও ইউজিসির নয়া বিধি সমাজিক উত্তেজনার পরিবেশ তৈরি করেছে। সেকথা মাথায় রেখে সুপ্রিম কোর্ট উপযুক্ত নির্দেশ দিয়েছে।’ উত্তরপ্রদেশের কংগ্রেস সভাপতি অজয় রাই আবার সুপ্রিম কোর্টকে ধন্যবাদ জানিয়ে বিজেপি সরকারের বিরুদ্ধে বিভাজনের রাজনীতি করার অভিযোগ এনেছেন। যদিও ভিন্নসুরে কথা বলেছেন কংগ্রেসের আরও এক নেতা হুসেন দলওয়াই। তাঁর বক্তব্য, সুপ্রিম কোর্ট আদতে বিজেপিকেই সাহায্য করছে। প্রবীণ বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং বলেছেন, ‘সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে স্বাগত জানাই। বিধিগুলির ফলে সনাতন ধর্মের বিভাজন হচ্ছিল।’