• মালদহে পূর্ণাঙ্গ বিমানবন্দর কবে? লোকসভা অধিবেশনে বঙ্গ বিজেপির সাংসদের প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্রই
    বর্তমান | ৩০ জানুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: প্রশ্নকর্তা বিজেপি সাংসদ। উত্তরদাতা এনডিএ শরিক টিডিপির এমপি। অর্থাৎ জোটশরিক। লোকসভায় একই সরকারের দুই সংসদ সদস্যের প্রশ্নোত্তর পর্ব ঘিরে রীতিমতো অস্বস্তিতে গেরুয়া শিবির। বৃহস্পতিবার লোকসভায় নিজের এলাকার উন্নয়নের দাবিতে সরব হন মালদহ (উত্তর)-এর বিজেপি সাংসদ খগেন মুর্মু। মালদহে পূর্ণাঙ্গ বিমানবন্দরের দাবি করেন তিনি। এই প্রশ্নে রীতিমতো চাপে পড়ে যান টিডিপির সাংসদ তথা অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী রামমোহন নাইড়ু। জবাব দেওয়ার সময় শেষমেশ অস্বস্তি এড়াতে প্রকল্পের ব্যর্থতার দায় পশ্চিমবঙ্গ সরকারের উপরেই চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন কেন্দ্রীয় মন্ত্রী।বৃহস্পতিবার লোকসভায় প্রশ্নোত্তর পর্বে মালদহে পূর্ণাঙ্গ বিমানবন্দরের দাবি করেন খগেন মুর্মু। বলেন, ‘কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে একাধিকবার সাক্ষাৎ করেছি। কিন্তু এখনও মালদহে বিমানবন্দরের কাজ এগোয়নি। মালদহে একটি পুরানো বিমানবন্দর আছে। তবে তা খুবই ছোটো। সেটির সম্প্রসারণও হচ্ছে না। আর সেই কারণে আমি বারবার মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে অনুরোধ জানিয়েছি।’ তিনি আরও জানান, মালদহ থেকে শিলিগুড়ির দূরত্ব প্রায় ২৫০ কিলোমিটার। কলকাতা প্রায় মালদহ প্রায় ৩৫০ কিলোমিটার দূরে। তাই মালদহে বিমানবন্দর হলে শুধু পশ্চিমবঙ্গ নয়, বিহার এবং ঝাড়খণ্ডের যাত্রীরাও উপকৃত হবেন। অর্থাৎ বিষয়টি যে শুধুমাত্র বাংলার নয়, তা বোঝানোর চেষ্টা করেন খগেনবাবু।জবাবে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, মালদহে একটি পুরানো এয়ারস্ট্রিপ রয়েছে। সেখানেই বিমানবন্দর চালুর চেষ্টা হচ্ছে। তবে পশ্চিমবঙ্গ সরকার কাজ করছে না। ২০১৬ সালে পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়ার ‘মউ’ স্বাক্ষর হয়েছিল। ৩০ বছরের জন্য। কিন্তু কাজ এগোয়নি। ওই এয়ারস্ট্রিপকে কেন্দ্রের ‘উড়ান’ প্রকল্পে কাজে লাগাতে চাই। কিন্তু এই প্রকল্পটি আবার ২০২৬ সালে শেষ হওয়ার পথে। তাই অর্থমন্ত্রী আগের বাজেটে ‘উড়ান’ প্রকল্পের যে সংশোধিত ও সম্প্রসারিত সংস্করণের উল্লেখ করেছিলেন, তা বাস্তবায়িত হলে আরও নতুন ১২০টি নতুন গন্তব্য যুক্ত হতে পারে। আর তা হলেই মালদহকে যুক্ত করার চেষ্টা হবে।রাজনৈতিক মহলের মতে, সংসদে রাজ্য‌ বিজেপির সাংসদের প্রশ্নের মুখে মন্ত্রী উত্তর দিলেন ঠিকই। তবে মালদহে বিমানবন্দর হবেই, একথা নির্দিষ্ট করতে বলতে পারলেন না। ফলে বাংলায় আসন্ন নির্বাচনে বিমানবন্দর নিয়ে মালদহে প্রচারের সুযোগও পাবেন না খগেন মুর্মু। মালদহ ও সংলগ্ন জেলার মানুষদের মন জয়ে নতুন ইস্যু খুঁজতে হবে পদ্ম শিবিরকে।
  • Link to this news (বর্তমান)