• দেশে বাড়ছে বেকারত্বের জাতীয় হার, তৃণমূল কংগ্রেসের প্রশ্নে কেন্দ্রের জুমলা ফাঁস
    বর্তমান | ৩০ জানুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সংসদের ভিতরে ও বাইরে কেন্দ্র বারবার দাবি করেছে, সারা দেশে বেকারত্বের জাতীয় হার ক্রমশ কমছে। অর্থাৎ, প্রতি বছর অনেক বেশি মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে। কিন্তু এবার তৃণমূলের প্রশ্নে বিজেপি সরকারের কর্মসংস্থান নিয়ে যাবতীয় ঢক্কানিনাদের ফানুস কার্যত ফুটো হয়ে গিয়েছে। বৃহস্পতিবার রাজ্যসভায় তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েনের বেকারত্বের হার নিয়ে করা এক প্রশ্নের জবাবে পরিসংখ্যান দিয়েছে কেন্দ্র। দেখা যাচ্ছে, এক মাসের ব্যবধানে এই বেকারত্বের হার বেড়েছে।ডেরেক ও’ব্রায়েনের করা প্রশ্নের লিখিত জবাবে এদিন রাজ্যসভায় কেন্দ্রীয় শ্রম রাষ্ট্রমন্ত্রী শোভা করন্দলাজে জানিয়েছেন, ২০২৫ সালের জানুয়ারি থেকে পরিসংখ্যান মন্ত্রক পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভের (পিএলএফএস) ক্ষেত্রে কিছু পরিবর্ধন এবং পরিমার্জন করেছে। কারেন্ট উইকলি স্টেটাসের (সিডব্লুএস) হিসাবে পিএলএফএসের মান্থলি রিপোর্ট অনুসারে দেখা যাচ্ছে, ২০২৫ সালের আগস্ট মাসে সারা দেশে বেকারত্বের হার ছিল ৫.১ শতাংশ। তার পরের মাসে, সেপ্টেম্বরে দেশব্যাপী এই হার দাঁড়িয়েছে ৫.২ শতাংশে। গ্রামীণ এলাকায় বেকারত্বের হার উল্লিখিত সময়সীমায়, অর্থাৎ এক মাসের ব্যবধানে ৪.৩ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৪.৬ শতাংশ। শহরাঞ্চলে মহিলা কর্মীদের বেকারত্বের হার গত আগস্ট মাসে ছিল ৮.৯ শতাংশ। সেপ্টেম্বরে তা বৃদ্ধি পেয়ে হয়েছে ৯.৩ শতাংশ। এহেন পরিসংখ্যানের উল্লেখ করেও একপ্রকার ‘সাফাই’ হিসাবে শ্রমমন্ত্রক জানিয়েছে, মাসের হিসাবে এই হার বাড়তে বা কমতে পারে ঠিকই। কিন্তু তা সার্বিক ছবির প্রতিফলন নয়। সেইমতো এদিনও সংশ্লিষ্ট প্রশ্নের লিখিত জবাবে কেন্দ্রীয় শ্রম রাষ্ট্রমন্ত্রী শোভা করন্দলাজে জানিয়েছেন, ২০১৭-১৮ আর্থিক বছরে সারা দেশে বেকারত্বের জাতীয় হার ছিল ৬ শতাংশ। ২০২৩-২৪ আর্থিক বছরে তা কমে দাঁড়িয়েছে ৩.২ শতাংশে। একইভাবে শহরাঞ্চল এবং গ্রামীণ এলাকাতেও বেকারত্বের জাতীয় হার কমেছে। তাৎপর্যপূর্ণ বিষয় হল, কর্মসংস্থান নিয়ে গালভরা আশ্বাস এবং প্রতিশ্রুতি দিলেও ২০২৫-২৬ অর্থবর্ষে সারা দেশে বেকারত্বের হার কত হবে, তার কোনও সম্ভাব্য পরিসংখ্যান দিতে পারছে না কেন্দ্র। এদিন রাজ্যসভায় অন্য একটি লিখিত প্রশ্নে সিপিএম সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য এব্যাপারে জানতে চেয়েছিলেন। তার লিখিত জবাবে সেই প্রশ্নের উত্তর এড়িয়ে যাওয়া হয়েছে।
  • Link to this news (বর্তমান)