• রাস্তায় তরুণীকে মার বিজেপি নেতার, নিন্দায় সরব কংগ্রেস
    বর্তমান | ৩০ জানুয়ারি ২০২৬
  • ভোপাল: ২৫ বছরের তরুণীকে প্রকাশ্য রাস্তায় মারধর। মঙ্গলবার মধ্যপ্রদেশের সাতনার এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে এক বিজেপি নেতার বিরুদ্ধে। তিনি নাগোদের মণ্ডল সভাপতি পুলকিত ট্যান্ডন। ইতিমধ্যে পুলকিত সহ দু’জনের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা। নারী নির্যাতনের বিষয়টি প্রকাশ্যে আসতেই সরব বিরোধী কংগ্রেস। ঘটনার নিন্দা করে হাত শিবিরের পোস্ট, ‘এক মহিলাকে বেধড়ক মারধর করেছেন বিজেপির মণ্ডল সভাপতি পুলকিত ট্যান্ডন। পরে নির্যাতিতা ও তাঁর মেয়েকে হুমকিও দেওয়া হয়। আর তাঁর গায়ে কেউ হাত দিতে পারবে না বলে বড়াইও করতে শোনা গিয়েছে ওই বিজেপি নেতাকে।’ঘটনার ভিডিয়ো ঘিরে স্বাভাবিকভাবেই অস্বস্তিতে পড়েছে মধ্যপ্রদেশের বিজেপি সরকার। ড্যামেজ কন্ট্রোলের চেষ্টায় অভিযুক্ত নেতাকে শো-কজ নোটিশ পাঠিয়েছেন সাতনা বিজেপির সাধারণ সম্পাদক রমাকান্ত গৌতম। অভিুক্তকে এক সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। নাগোদের সাব-ডিভিশনাল পুলিশ অফিসার রঘু কেশরি জানান, নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে। অভিযোগে যুবতী জানান, ঘটনার দিন গুদামে বসে মদ্যপান করছিল ট্যান্ডন। তা দেখামাত্র ঘটনাস্থল থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে নির্যাতিতা। তখনই তার হাত চেপে ধরে অভিযুক্ত। বিজেপি নেতার মোবাইল ফেলে দিয়ে পালানোর চেষ্টা চালায় ওই যুবতী। অভিযোগ, তখনই তাকে মারধর করে ট্যান্ডন। যুবতীকে ঠেলে লোহার রডের উপর ফেলে দেওয়া হয়। নির্যাতিতাকে লক্ষ্য করে মদের বোতল ছোড়া হয় বলেও অভিযোগ।
  • Link to this news (বর্তমান)