‘মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা’র দ্বিতীয় পর্ব বিহারে
বর্তমান | ৩০ জানুয়ারি ২০২৬
পাটনা: ‘মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা’র দ্বিতীয় পর্বের ঘোষণা করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। এই পর্বে সর্বোচ্চ ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য পাবেন মহিলারা। নীতীশ জানিয়েছেন, প্রথম পর্বে ১০ হাজার টাকা করে দেওয়া হয়েছিল। দ্বিতীয় পর্বে বাছাই করা উপভোক্তাদের ব্যবসা সম্প্রসারণের জন্য ২ লক্ষ টাকা পর্যন্ত দেওয়া হবে। আর তা ধাপে ধাপে বরাদ্দ হবে। কর্মসংস্থানের জন্য প্রথম পর্বে দেওয়া অর্থের সঠিক ব্যবহার দেখাতে পারলে, তবেই পরবর্তী সাহায্য পাওয়া যাবে। ব্যবসা ভালো চললে থোক টাকাও দেওয়া হবে।নীতীশ জানিয়েছেন, ‘মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা’র আর্থিক সাহায্যে শুরু হওয়া ব্যবসাগুলি যাতে বিভিন্ন সরকারি প্রকল্পের সঙ্গে যুক্ত হতে পারে, সেদিকেও নজর দিতে বলা হয়েছে আধিকারিকদের। উল্লেখ্য, বিহারে ভোটের আগে এই প্রকল্পের আওতায় ১ কোটি ৫৬ লক্ষ মহিলাকে ১০ হাজার টাকা করে দেওয়া হয়েছিল। পরবর্তীকালে দ্বিতীয় পর্বে কতজন অর্থ পাবেন, সেদিকে নজর থাকছে সংশ্লিষ্ট মহলের।