পাটনা: মাটির ছোট্ট ঢিবি। তার উপর ধবধবে সাদা তোরণ। এটাই বিহারের দ্বারভাঙ্গার প্রস্তাবিত অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স (এইমস)—এর মূল ফটক। কিছুটা এগলেই চোখ কপালে ওঠার জোগাড়! সামনে শুধু ধু ধু মাঠ। ২০১৫ সালে বিহারে এই দ্বিতীয় এইমসের ঘোষণা করা হয়েছিল। শিলান্যাস করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু, এক দশক কেটে যাওয়ার পরও মূল ফটক ছাড়া কাজ একবিন্দুও এগয়নি। এই নিয়ে তুমুল ক্ষোভ তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যে। প্রধানমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করেছে কংগ্রেস। দলের মুখপাত্র অসিত নাথের অভিযোগ, একাধিক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বারবার বলেছেন দ্বারভাঙ্গা এইমসে চিকিৎসা শুরু হয়েছে। কিন্তু প্রকৃত ঘটনা হল, ওই হাসপাতালের গেট ছাড়া কিছুই তৈরি হয়নি। কাজের অগ্রগতি নিয়ে তুমুল ক্ষোভ প্রকাশ করেছেন দ্বারভাঙ্গার বাসিন্দা অবিনাশ ভরদ্বাজ। তাঁর কথায়, এখানের সাংসদ-বিধায়ক সবই বিজেপির। তাতেও কোনও লাভ হয়নি। গত দশবছরে শুধু গেট তৈরি হয়েছে। দেখে মনে হচ্ছে, কাজ শেষ হতে আরও দশবছর লেগে যাবে। সামাজিক মাধ্যমে কংগ্রেসের কটাক্ষ, ১০ বছর ধরে প্রধানমন্ত্রী অক্লান্ত পরিশ্রমের পর খোলা মাঠের মধ্যে দ্বারভাঙ্গা এইমসের গেটের স্তম্ভগুলি তৈরি হয়েছে। শীঘ্রই মোদি সেটি উদ্বোধন করবেন। বিহারের জনগণকে শুভেচ্ছো। ২০১৪ সালে ভোটে জিতে প্রধানমন্ত্রী হন নরেন্দ্র মোদি। পরের বছর বিহারে বিধানসভা ভোট ছিল। তার আগে ঢাকঢোল পিটিয়ে দ্বারভাঙায় এইমস তৈরির কথা ঘোষণা করা হয়। প্রকল্পের জন্য ১৮৭ একর জমি বরাদ্দ করে প্রশাসন। খরচ ধরা হয় ১ হাজার ২৬৪ কোটি টাকা। ২০১৫ সালে ঘোষণা হলেও প্রকল্পের অনুমোদন মেলে আরও পাঁচ বছর পরে। গত বছর বিহারে বিধানসভা ভোট ছিল। তার আগে ২০২৪ সালে ১৩ নভেম্বর হাসপাতালের শিলান্যাস করেন প্রধানমন্ত্রী। তারপরও বিন্দুমাত্র কাজ এগয়নি। স্থানীয়রা প্রশ্ন তুলছেন, আদৌ হাসপাতাল তৈরি হবে তো? নাকি এটাও মোদির আর এক জুমলা?