• মথুরা গ্রামের আন্দুবস্তিতে রাস্তার কাজ আটকে বিক্ষোভ বাসিন্দাদের একাংশের
    বর্তমান | ৩০ জানুয়ারি ২০২৬
  • সংবাদদাতা, আলিপুরদুয়ার: কাজের শিডিউল দেখানোর দাবিতে বৃহস্পতিবার আলিপুরদুয়ার-১ ব্লকের মথুরা গ্রাম পঞ্চায়েতের আন্দুবস্তিতে রাস্তার কাজ আটকে বিক্ষোভ দেখালেন একাংশ বাসিন্দা। নিম্নমানের কাজেরও অভিযোগ তোলেন তাঁরা। যদিও তৃণমূলের জনপ্রতিনিধিদের পাল্টা অভিযোগ, রাজ্য সরকারের উন্নয়ন সহ্য হচ্ছে না বলে আন্দুবস্তিতে বিজেপির কিছু সমর্থক রাস্তার কাজ আটকে দিয়ে ব্যাঘাত তৈরি করতে চাইছে।মথুরা পঞ্চায়েতের চিলাপাতা বনাঞ্চলের পাশে ১৭০০ মিটার পেভার ব্লক রাস্তার কাজ শুরু হয়েছে। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থে এক মাস আগে কাজ শুরু হয়েছে। কাজের সিডিউল দেখানোর দাবিতে স্থানীয়দের একাংশ এর আগেও কাজ আটকে বিক্ষোভ দেখিয়েছিলেন। বৃহস্পতিবার ফের তাঁরা কাজ আটকে দেন।তৃণমূল পরিচালিত মথুরা পঞ্চায়েতের উপপ্রধান দেবেন রাভা বলেন, ওই পেভার ব্লক রাস্তা তৈরিতে ১ কোটি ৭৮ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। রাস্তার পাশে কাজের সিডিউলও টাঙানো আছে। তারপরেও কিছু মানুষের বাধায় রাস্তা তৈরিতে সমস্যা হচ্ছে।জানা গিয়েছে, এক মাস আগে ওই পেভার ব্লক রাস্তার কাজ শুরু হয়েছে। ৪০ শতাংশ কাজ এগিয়েও গিয়েছে। জেলা পরিষদের সহকারী সভাধিপতি মনোরঞ্জন দে বলেন, রাজ্য সরকার গ্রামীণ এলাকায় ব্যাপক উন্নয়নের কাজ করছে। ভোটের আগে সেই উন্নয়ন সহ্য হচ্ছে না আন্দুবস্তির বিজেপির কিছু সমর্থকের। বিজেপির লোকজনই ওই রাস্তার কাজে ব্যাঘাত ঘটাচ্ছে।যদিও বিজেপির মথুরা অঞ্চল প্রমুখ মদন নস্কর বলেন, এর পিছনে আমাদের দলের কোনও লোক জড়িত নয়। কাজ খারাপ হলে বা কাজের সিডিউল না দেখালে সাধারণ মানুষ তো বিক্ষোভ দেখাবেন। সাধারণ মানুষের এই ক্ষোভের দায় তৃণমূল আমাদের দলের ঘাড়ে চাপাতে চাইছে। • নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)