মৃন্ময় বসাক, কালিয়াগঞ্জ: আয়ুষ পদ্ধতিতে বিভিন্ন রোগের চিকিৎসা বিষয়ে সাধারণ মানুষকে অবগত করতে উত্তর দিনাজপুর জেলা আয়ুষ মেলা শুরু হল হেমতাবাদে। বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য দপ্তরের আয়ুষ বিভাগের উদ্যোগে এবং হেমতাবাদ ব্লক স্বাস্থ্য দপ্তরের ব্যবস্থাপনায় হেমতাবাদ থানার মাঠে শুরু হয় দু’দিনের এই মেলা। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া চতুর্থ তম জেলা আয়ুষ মেলা চলবে আগামী শুক্রবার পর্যন্ত।মেলা শুরুর আগে হেমতাবাদ সদর এলাকায় শোভাযাত্রা হয়। দু’দিন বিভিন্ন প্রতিযোগিতার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এদিন দুপুরে আয়ুষ মেলার উদ্বোধনে ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকান্ত বিশ্বাস, হেমতাবাদ ব্লক স্বাস্থ্য আধিকারিক আনসারুল হক, হেমতাবাদের বিডিও বিশ্বজিৎ দত্ত, হেমতাবাদ থানার আইসি সুজিত লামা সহ আয়ুষ বিভাগের চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা।ব্লক স্বাস্থ্য আধিকারিক বলেন, এই আয়ুষ মেলায় সর্বসাধারণের জন্য বিনামূল্যে আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথি চিকিৎসা পরিষেবা দেওয়ার পাশাপাশি যোগ শিবিরের আয়োজন করা হয়েছে। মেলা প্রাঙ্গণে বিভিন্ন ভেষজ উদ্ভিদের প্রদর্শনী, ভেষজ উদ্ভিদ বিলি করা হবে। সেই সঙ্গে ছাত্রছাত্রীদের বসে আঁকো প্রতিযোগিতা, ক্যুইজ, যোগাসন প্রতিযোগিতা, স্বাস্থ্য বিষয়ক আলোচনা সভা থাকছে। প্রতিযোগিতায় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হবে।আয়ুষের জেলা প্রোগ্রাম ম্যানেজার জয়দীপ আচার্য বলেন, আয়ুষ পদ্ধতির মাধ্যমে আমরা সাধারণ মানুষকে পরিষেবা দিয়ে থাকি। এই পদ্ধতি জানানোর পাশাপাশি দুদিন ধরে আয়ুষ পদ্ধতিতে রোগ নিরাময় নিয়ে আলোচনা করা হবে। চিকিৎসকরা স্বাস্থ্য পরীক্ষা করছেন। সেই সঙ্গে বিভিন্ন ভেষজ উদ্ভিদের উপকারিতা মেলায় আসা মানুষদের জানানো হবে। বিশিষ্ট চিকিৎসকরা প্রদর্শনীর মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করছেন।হেমতাবাদে আয়ুষ মেলার উদ্বোধন।-নিজস্ব চিত্র