এবার কংগ্রেস-বিজেপি সভা, মিছিল করলে পালটা কর্মসূচি যুব তৃণমূলের
বর্তমান | ৩০ জানুয়ারি ২০২৬
সংবাদদাতা, মালদহ: বিধানসভা নির্বাচনের আগে জেলাজুড়ে কর্মসূচি তৃণমূল কংগ্রেসের। দলের রাজ্য নেতৃত্বের নির্দেশে যুবকর্মীরা মালদহে লাগাতার কর্মসূচির তালিকাও করে ফেলেছেন। বিস্তারিত কর্মসূচি পাঠানো হয়েছে সংগঠন এবং রাজ্য তৃণমূল নেতৃত্বকে। বিশেষত কংগ্রেস কিংবা বিজেপি যেখানে বড় কোনও রাজনৈতিক কর্মসূচি নেবে, সেখানেই পাল্টা মিছিল, মিটিং করা হবে জেলা যুব তৃণমূলের পক্ষ থেকে। ১ ফেব্রুয়ারি পুরাতন মালদহ থেকে ইংলিশবাজারের সুকান্ত মোড় পর্যন্ত মহামিছিল করা হবে বলে জানিয়েছে জেলা যুব তৃণমূল।সংগঠনের জেলা সভাপতি প্রসেনজিত্ দাস বলেন, বিরোধীরা একগুচ্ছ মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ নিয়ে কয়েকটি এলাকায় রাজনৈতিক কর্মসূচি করেছে। আমরা ছেড়ে দিচ্ছি না। মানিকচক, সুজাপুর, রতুয়া, গাজোল সহ যে বিধানসভা কেন্দ্রগুলিতে কংগ্রেস কিংবা বিজেপির মতো বিরোধীরা গিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। তারপরই আমরা ঠিক ওই বিধানসভা কেন্দ্রগুলিতে গিয়ে পালটা সভা, মিছিল করেছি। বিরোধীদের মিথ্যার ফুলঝুরি চুপসে দিয়েছি।কংগ্রেসকে নিশানা করে জেলা যুব তৃণমূল নেতৃত্বের বক্তব্য, তৃণমূলের খেয়ে একজন দলবদলু নেত্রী এখন বড় বড় কথা বলছেন। তাঁকে মালদহের মানুষ চিনে নিয়েছেন। তিনি যেখানে যাবেন, তৃণমূল যুব সেখানে গিয়ে তাঁর রাজনৈতিক ইতিবৃত্ত তুলে ধরবে।মালদহের রাজনৈতিক মহলের বক্তব্য, বিরোধী দলগুলির যুব সংগঠন জেলায় নামমাত্র। নিয়মিত রাজনৈতিক কর্মসূচি নিতে তেমন দেখাই যায় না তাদের। উলটো দিকে তৃণমূলের যুব সংগঠন জেলায় অত্যন্ত সক্রিয়। ফলে বিরোধীদের সহজেই বেগ দিচ্ছে মালদহ যুব তৃণমূল। কিন্তু তৃণমূলের এই দাবি উড়িয়ে দিয়েছে বিজেপি। মালদহ দক্ষিণ জেলা বিজেপি যুব মোর্চার সভাপতি শুভঙ্কর চম্পটি বলেন, তৃণমূলের আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যুবকরাই। রাজ্যে শিক্ষিতদের চাকরি নেই। শিল্প নেই। তাই কর্মসংস্থানের সম্ভাবনাও নেই। যুব তৃণমূল যতই আন্দোলন করুক, মালদহের ভুক্তভোগী যুবক-যুবতীরা তৃণমূলকে সবক শেখানোর সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন।জেলা কংগ্রেসের যুব নেতা মান্তু ঘোষ বলেন, আসলে কংগ্রেসের কর্মসূচিতে মানুষের ঢল দেখে তৃণমূল ঘাবড়ে গিয়েছে। আগের বিধানসভা নির্বাচনে এনআরসি জুজু দেখিয়ে আর লক্ষ্মীর ভাণ্ডারের সামান্য অর্থ দেওয়ার কথা বলে মানুষকে বিভ্রান্ত করেছিল তৃণমূল। এবার যুবক-যুবতীরা ইভিএমে তৃণমূলকে শিক্ষা দেবেন।