• কাল উত্তরবঙ্গের ছ’হাজার ‘কার্যকর্তা’ নিয়ে সভা শাহের, ঠিক হবে রণকৌশল
    বর্তমান | ৩০ জানুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি ও সংবাদদাতা, বাগডোগরা: এসআইআরের প্যাচে পদ্ম শিবির। তারা এই ইস্যুতে জোড়াফুল শিবিরকে টেক্কা দিতে গিয়ে কার্যত হিমশিম খাচ্ছে। এমন প্রেক্ষাপটে বিধানসভা ভোটের রণকৌশল নির্ধারণ করতেই শিলিগুড়িতে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার তিনি বাগডোগরার গোঁসাইপুরে উত্তরবঙ্গের পাঁচ সাংগঠনিক জেলার প্রায় ছ’হাজার কার্যকর্তাকে নিয়ে সভা করবেন। বিজেপি নেতাদের একাংশ জানান, বিধানসভা ভোট যুদ্ধ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী কী বার্তা দেন, এখন সেদিকেই তাকিয়ে উত্তরবঙ্গের পদ্ম শিবির।এসআইআর ইস্যুতে উত্তরবঙ্গে বেশকিছু লোকের মৃত্যু হয়েছে। পাশাপাশি হাজার হাজার ভোটারের কাছে নোটিস পাঠিয়েছে নির্বাচন কমিশন। এনিয়ে কোচবিহার থেকে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি, দার্জিলিং থেকে কালিম্পং পাহাড় সর্বত্র ভোটাররা রীতিমতো ক্ষুব্ধ। তাঁরা নির্বাচন কমিশন সহ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুলছেন। এই ইস্যুকে হাতিয়ার করে উত্তরবঙ্গ জুড়ে ময়দানে দাপিয়ে বেড়াচ্ছে তৃণমূল কংগ্রেস। সেই তুলনায় পদ্ম শিবির গা ঘামানোতে কিছুটা পিছিয়ে পড়েছে বলেই রাজনৈতিক মহলের ধারণা।এমন প্রেক্ষাপটে আগামীকাল, গোসাঁইপুরে কার্যকর্তাদের নিয়ে সভা করেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। দলীয় সূত্রের খবর, দলের শিলিগুড়ি বিভাগের অধীনে থাকা পাঁচটি সাংগঠনিক জেলার প্রায় ছ’হাজার নেতা-কর্মীকে সভায় ডাকা হয়েছে। সেই তালিকায় জেলা, মণ্ডল, শক্তিকেন্দ্র প্রমুখ, জেলা পরিষদ ও পঞ্চায়েতে সমিতির সদস্য, বিধায়ক ও এমপিরা রয়েছেন। বৃহস্পতিবার সভাস্থল পরিদর্শন করেন  দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা, দলের শিলিগুড়ি সাংগঠনিক জেলা কমিটির সভাপতি অরুণ মণ্ডল, বিধায়ক দুর্গা মুর্মু প্রমুখ।দার্জিলিংয়ের সাংসদ বলেন, সভায় কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং ও শিলিগুড়ি এই পাঁচটি সাংগঠনিক জেলা কমিটির কার্যকর্তারা থাকবেন। প্রধানমন্ত্রীর পর স্বরাষ্ট্রমন্ত্রীর এই সভা থেকে কর্মীদের মনোবল তিন গুণ বৃদ্ধি পাবে।প্রসঙ্গত, নকশালবাড়ির হাতিঘিসা গ্রাম পঞ্চায়েত দত্তক নিয়েও বিজেপির এক এমপি সেটিকে আদর্শ গ্রাম গড়ে তুলতে পারেননি। কয়েক বছর আগে মাটিগাড়া-নকশালবাড়ি বিধানসভা কেন্দ্রে এক আদিবাসী দম্পতির বাড়িতে মধ্যাহ্নভোজ করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তৃণমূল কংগ্রেসের দার্জিলিং জেলার বিএলএ-১(সমতল) পাপিয়া ঘোষ বলেন, মানুষ বিজেপির উপর ক্ষিপ্ত। অমিত শাহ এসেও এবার পদ্মকে বাঁচাতে পারবেন না।মাটিগাড়া-নকশালবাড়ি বিধানসভা কেন্দ্র বিজেপির অন্যতম ঘাঁটি। গত লোকসভা ভোটে এই কেন্দ্রে রেকর্ড ভোট পায় পদ্ম শিবির। তাদের লিড ছিল প্রায় ৮৪ হাজার। গত বিধানসভা নির্বাচনেও এখানে তাদের লিড ছিল প্রায় ৭১ হাজার। স্থানীয় বিধায়ক আনন্দময় বর্মন বলেন, বিগত দু’টি নির্বাচনে রেকর্ড ভোটে এখানে দল জয়ী হয়েছে। সেই সাফল্য ধরে রাখা, ঐতিহাসিক এই ভূমিকে শ্রদ্ধা জানানো এবং তৃণমূলকে বিসর্জন দেওয়ার ডাক দিতেই অমিত শাহ এখানে সভা করবেন। তৃণমূলের বক্তব্য অপ্রাসঙ্গিক। • ফাইল চিত্র।
  • Link to this news (বর্তমান)