• নাতির কাঁধে চেপে শুনানি কেন্দ্রে বৃদ্ধ
    বর্তমান | ৩০ জানুয়ারি ২০২৬
  • সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: নাতির কাঁধে চেপে এসআইআর হিয়ারিংয়ে যেতে হল পক্ষাঘাতগ্রস্ত ৮০ বছরের বৃদ্ধকে। সেই সেখ খালেকের বাড়ি হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের ঘোরট গ্রামে।পরিবার জানিয়েছে, বৃহস্পতিবার হরিশ্চন্দ্রপুর ১ ব্লকে ছিল খালেকের হেয়ারিং। তিনি হাঁটতে পারেন না। পরিবারের তরফে তাঁর শারীরিক অবস্থার কথা জানানো হলেও ছাড় বা বিকল্প ব্যবস্থার সুযোগ দেওয়া হয়নি বলে অভিযোগ। শেষ পর্যন্ত এদিন নাতির কাঁধে ভর করেই কেন্দ্রে আসতে হয় খালেককে।
  • Link to this news (বর্তমান)