আলিপুরদুয়ার শহরের ভিতরের রেলপথ তুলে দেওয়ার দাবিতে সহমত তৃণমূল-বিজেপি
বর্তমান | ৩০ জানুয়ারি ২০২৬
সংবাদদাতা, আলিপুরদুয়ার: আলিপুরদুয়ার জেলা শহরের উপর দিয়ে যাওয়া রেলপথ তুলে দেওয়ার দাবিতে সহমত তৃণমূল কংগ্রেস ও বিজেপি। এই দাবিতে বৃহস্পতিবার রেলের আলিপুরদুয়ার ডিভিশনের রেলওয়ে ইউজার্স কমিটির দুই সদস্য কুশল চট্টোপাধ্যায় ও প্রসেনজিৎ দত্ত চোধুরী ডিআরএমকে স্মারকলিপি দিলেন। এদিন ডিআরএম অফিসে আলিপুরদুয়ার ডিভিশন রেলওয়ে ইউজার্স কমিটির বৈঠক ছিল। সেখানেই ডিআরএমের হাতে এই স্মারকলিপি তুলে দেন তাঁরা।আলিপুরদুয়ার জংশন থেকে জেলা শহরের বুক চিরে ওই রেলপথ নিউ কোচবিহার হয়ে বামনহাট পর্যন্ত গিয়েছে। এমপি মনোজ টিগ্গা আওয়াজ তুলেছেন মানুষ চাইলে আলিপুরদুয়ার শহরের উপর দিয়ে যাওয়া ওই রেলপথ তুলে দেওয়া হবে। এলাকার বিধায়ক সুমন কাঞ্জিলালের দাবি, জংশন থেকে নিউ আলিপুরদুয়ার স্টেশন হয়ে বামনহাট পর্যন্ত ট্রেন চলুক। তার জন্য জংশন থেকে নিউ আলিপুরদুয়ার স্টেশন পর্যন্ত রেলপথ সংযোগ করা হোক। জংশন থেকে নিউ আলিপুরদুয়ার স্টেশনের দূরত্ব তো মাত্র দেড় কিমি। তাতে শহরের মানুষ রেলপথের যন্ত্রণা থেকে মুক্তি পাবে।জংশন থেকে বামনহাটগামী এই রেলপথই জেলা শহরকে দ্বিখণ্ডিত করেছে। ওই রেলপথের ওপাড়ে পুরসভার ১ ও ৮-১২ এই ছয়টি ওয়ার্ডকে মূল শহর থেকে বিচ্ছিন্ন করেছে। এই দাবিতে গত রবিবার শহরের সূর্যনগর মাঠে নাগরিক কনভেনশন হয়। কনভেনশনে সংশ্লিষ্ট ছ’টি ওয়ার্ডের নাগরিকরা যোগ দেন। কনভেনশনে শহরের এই রেলপথ জংশন থেকে নিউ আলিপুরদুয়ার স্টেশনের মধ্যে সংযোগের দাবিতে কমিটি তৈরি হয়। কনভেনশনে তৈরি হয় কোর কমিটি, লিগাল ও মিডিয়া সেলও।মিডিয়া সেলের সদস্য লোকসভার এমপি মনোজ টিগ্গার প্রতিনিধি কুশল চট্টোপাধ্যায় ও রাজ্যসভার এমপি প্রকাশচিক বরাইকের প্রতিনিধি প্রসেনজিৎ দত্ত চৌধুরী। তাঁরা দু’জনে রেলের ইউজার্স কমিটিরও সদস্য। দু’জনই বলেন, জংশন থেকে এই রেলপথ নিউ আলিপুরদুয়ারের মধ্যে সংযুক্তিকরণের দাবিতে বৃহস্পতিবার ডিআরএমকে স্মারকলিপি দিয়েছি। ডিআরএম দেবেন্দ্র সিং ওই স্মারকলিপি রেল বোর্ডের কাছে পাঠানো হবে বলে আমাদের আশ্বস্ত করেছেন।আলিপুরদুয়ার শহরের উপর দিয়ে যাওয়া এই রেলপথের জন্য ছ’টি ওয়ার্ডের বাসিন্দাদের বছরের পর বছর দুর্ভোগ পোহাতে হচ্ছে। ট্রেন চলার সময় বাসিন্দারা আটকে পড়েন।ট্রেন চলার সময় শহরের কোর্টমোড়, সুতলিপট্টি, বড়বাজার, বাটা মোড় ও বাবুপাড়া লেভেল ক্রসিংয়ে গেট পড়লে যানজটে স্তব্ধ হয়ে যায় শহর। তাই শহর থেকে এই রেলপথ তুলে দেওয়ার দাবিটি আগামী দিনে বিজেপি এমপি মনোজ টিগ্গার প্রেস্টিজ ইস্যু হয়ে উঠতে পারে। কারণ প্রতিশ্রুতি দিয়েও হাসিমারায় অসামরিক বিমানবন্দর ও জংশনে রেলের জমিতে ২০০ শয্যার হাসপাতাল তৈরি হয়নি। শহর থেকে আগামী দিনে এই রেলপথ সরানোর কাজ বাস্তবায়িত না হলে সাধারণ মানুষ কিন্তু বিজেপি এমপির এই দাবিকে ফাঁকা আওয়াজই মনে করবে। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।