• কাটোয়ায় ভাগীরথী থেকে ফের ডলফিনের দেহ উদ্ধার
    বর্তমান | ৩০ জানুয়ারি ২০২৬
  • সংবাদদাতা, কাটোয়া: সাতদিনের ব্যবধানে ফের কাটোয়ায় মৃত গাঙ্গেয় ডলফিনের দেহ উদ্ধার করল বনদপ্তর। বৃহস্পতিবার চরবিষ্ণুপুরের ঘাটে পূর্ণবয়স্ক স্ত্রী ডলফিনটিকে উদ্ধার করা হয়। মৃত ডলফিনের দেহে মাছ ধরার জন্য ব্যবহৃত লোহার শিক গাঁথা ছিল। তা দিয়েই ডলফিনটি মারা হয়েছে বলে অনুমান করা হচ্ছে। কাটোয়া বনদপ্তরের রেঞ্জার শিবপ্রসাদ সিনহা বলেন, ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে। কাটোয়ায় একের পর এক গাঙ্গেয় ডলফিন মেরে ফেলার অভিযোগ উঠছে। গত ২২জানুয়ারি অগ্রদ্বীপের বাবলাডাঙা গ্রামে ছোট ডলফিনের মুখ কেটে চর্বিযুক্ত তেল বের করার জন্য গাছে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল। পাচারকারীরা তেল সংগ্রহের জন্যই ডলফিনটি মেরেছে বলে প্রাথমিক তদন্তে জানিয়েছিল বনদপ্তর। এদিন ফের ডলফিনের দেহ উদ্ধার হল। বনদপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। জানা গিয়েছে, এদিন অগ্রদ্বীপ পঞ্চায়েতের চর বিষ্ণুপুর গ্রামের ঘাটে ডলফিনের দেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। তাঁরাই বনদপ্তরে খবর দেন। ডলফিনের শরীরে গাঁথা ছিল মাছ ধরার জন্য ব্যবহৃত লোহাল শিক, যাকে স্থানীয়ভাবে টেটা বলা হয়।  গাঙ্গেয় ডলফিন সংরক্ষণ কেন্দ্র হিসেবে পরিচিত কাটোয়াতেই বারবার মৃত্যুতে উদ্বেগ বাড়ছে। ভাগীরথীতে কল্যাণপুর থেকে পাটুলি পর্যন্ত প্রায় ৩২কিলোমিটার এলাকা ডলফিনের বিচরণক্ষেত্র।
  • Link to this news (বর্তমান)