নীচুপট্টি নীরদবরণী উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তিতে বর্ণাঢ্য অনুষ্ঠান
বর্তমান | ৩০ জানুয়ারি ২০২৬
সংবাদদাতা, বোলপুর: বৃহস্পতিবার বোলপুরের নীচুপট্টি নীরদবরণী উচ্চ বিদ্যালয়ের ৭৫বছর পূর্তি উপলক্ষ্যে বর্ণাঢ্য প্রভাতফেরির মধ্য দিয়ে দু’দিনের অনুষ্ঠানের সূচনা হল। ১৯৫২সালে এই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়। এবছর তার গৌরবময় ৭৫ বছরে পদার্পণ করল। এদিন বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ গ্রামীণ উন্নয়ন সংস্থার চেয়ারম্যান অনুব্রত মণ্ডল, মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি সুদীপ্ত ঘোষ, পুরসভার চেয়ারপার্সন পর্ণা ঘোষ, বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দিলীপকুমার মাইতি, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্বপন হালদার সহ বিশিষ্টরা।জানা গিয়েছে, নীচুপট্টির দুর্গাবাবুদের একটি ঘরে এই স্কুলের পথচলা শুরু হয়। পরবর্তীকালে বোলপুরের বাঁধগোড়ার বাসিন্দা ভোলানাথ পাল তাঁর মায়ের স্মৃতিতে বিদ্যালয়ের জন্য জমি দান করেন। তাঁর মায়ের নামানুসারেই বিদ্যালয়ের নামকরণ করা হয়। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অনুব্রত মন্ত্রী চন্দ্রনাথবাবুর কাছে এই বিদ্যালয়ে মিড ডে মিল কক্ষ নির্মাণের অনুরোধ জানান। পাশাপাশি তিনি বোলপুর পুরসভার পক্ষ থেকে বিদ্যালয়ের অডিটোরিয়াম সংস্কারের ব্যবস্থা করার কথাও তুলে ধরেন। তিনি বলেন, স্কুল সংলগ্ন এত সুন্দর খেলার মাঠ অন্য কোথাও নেই। ছাত্রছাত্রীদের মোবাইল ফোনের ব্যবহার কমিয়ে মাঠে নেমে খেলাধুলোয় মন দেওয়ার পরামর্শ দেন তিনি। বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি সুদীপ্তবাবু বলেন, ঐতিহ্যবাহী এই বিদ্যালয়ের ৭৫বর্ষ পূর্তি উপলক্ষ্যে দু’দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের মাধ্যমে বিদ্যালয়ের গৌরবময় ইতিহাস ফিরে আসবে।এই অনুষ্ঠানের অঙ্গ হিসেবে বিদ্যালয়ে এদিন ‘অক্ষর’ দেওয়াল পত্রিকার প্রকাশ করা হয়। রক্তদান শিবিরেরও আয়োজন করা হয। সেখানে শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় মানুষজন স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।