• সিউড়ি শহরের বহু রাস্তায় দখল করে ব্যবসা, পার্কিং, দ্রুত পদক্ষেপের দাবি
    বর্তমান | ৩০ জানুয়ারি ২০২৬
  • সংবাদদাতা, সাঁইথিয়া: রাস্তার ধারে জবরদখল মুক্ত করতে কার্যত নাভিশ্বাস উঠেছিল পুরসভার। নজরদারির অভাবে এবার ফুটপাত ছেড়ে রাস্তায় নেমে এসেছে ব্যবসা। এ চিত্র খোদ জেলা সদর সিউড়ির। শহরের প্রধান অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তার মোড় দখল করেই রমরমিয়ে চলছে ব্যবসা। নো পার্কিং বোর্ড সাটানো থাকলেও তার তোয়াক্কা না করে রাস্তার দু›ধারে গাড়ি- টোটো পার্কিং করা হচ্ছে। এই দুইয়ের জেরে যানজট এখন নিত্যদিনের সঙ্গী শহরবাসীর। বাসিন্দা ও পথচারীদের অভিযোগ, সবকিছু দেখেও যেন পুর-প্রশাসন নির্বিকার। এতদিন সদরের অন্যান্য রাস্তার ফুটপাত দখল করে ব্যবসা করলেও এবার সিউড়ির প্রধান রাস্তা হাসপাতাল মোড়ে হাইমাস্ট আলোকস্তম্ভের নীচে কার্যত রাস্তার মাঝখানেই হরেক রকম প্লাস্টিকের সামগ্রী সাজিয়ে ব্যবসা চলছে। শুধু তাই নয়, হাসপাতাল মোড়ে দু›ধারে যত্রতত্র দাঁড়িয়ে পড়ছে টোটো, গাড়িও। বাসিন্দাদের অভিযোগ, এই হাসপাতাল মোড় দিয়ে প্রশাসনের উচ্চপদস্থ কর্তাব্যক্তিরা যাতায়াত করেন। কিন্তু তাঁরা যেন দেখেও নিশ্চুপ। এছাড়াও খোদ প্রশাসন ভবনের সামনের এসপি অফিস যাবার রাস্তায় দু›ধারে গাড়ি- টোটো পার্কিং করে যাত্রী নামানো ওঠানোর কাজ চলছে। বাসিন্দাদের অভিযোগ, পুলিশ, প্রশাসন শুধু হেলমেটবিহীন বাইক চালকদেরই ফাইন করে কিন্তু সদরের রাস্তার যত্রতত্র দাঁড়িয়ে থাকা টোটোগুলির ক্ষেত্রে আজ পর্যন্ত কোনও রাশ টানতে পারেনি। এ বিষয়ে পুরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অবশ্য পুরো দায় প্রশাসনের উপর চাপিয়ে, নিজের দায় এড়িয়ে গিয়েছেন।‌ শহরবাসীর অভিযোগ, বছর দু-তিন আগে কার্যত লোক দেখানোর মতন করে ফুটপাত দখলমুক্ত করতে পথে নেমেছিল পুরসভা। কিন্তু উচ্ছেদ তো দূর নোটিসও ঠিক মতো দিতে পারেনি। পরে বিভিন্ন হকার ইউনিয়নের পক্ষ থেকে বিক্ষোভ ডেপুটেশন দেওয়ায় সেই কাজ অচিরেই বন্ধ হয়ে যায়। পথচারীদের অভিযোগ, ফের আগের অবস্থাতেই ফেরত আসে ব্যবসায়ীরা। ইতিমধ্যেই বাসস্ট্যান্ড থেকে প্রশাসন ভবন মোড়, টিকে পাড়া, মাদ্রাসা রোড পর্যন্ত ফুটপাত দখল করে ব্যবসায়ীরা তাদের নির্দিষ্ট পরিসর আরও বাড়িয়ে ফেলেছে। শহরের এক বাসিন্দা সুরজিৎ দাস বলেন, এ শহরের আর কোনও কিছুই যেন ঠিক নেই। রাস্তায় চলাফেরা করাই এখন যেন দায় হয়ে পড়েছে। বিশেষ করে সিউড়ির হাসপাতাল মোড়ের কাছে রাস্তার উপরেই সার দিয়ে দাঁড়িয়ে থাকে গাড়ি, টোটো। এখন আবার রাস্তার মাঝখানে দেখছি দোকান থেকে বেরিয়ে অনেকে ব্যবসার সামগ্রী রাখতে শুরু করেছেন। অথচ নজর নেই প্রশাসনের। কোনও অংশে কম যান না টোটো চালকেরা। বাসস্ট্যান্ড, প্রশাসনভবন মোড়, মসজিদ মোড়, মানিক মোড় সহ শহরের একাধিক রাস্তায় নিজেদের খেয়ালখুশির মতনই দাঁড় করিয়ে রাখে টোটো। এই দুইয়ের যাঁতাকলে পড়ে প্রায় প্রতিদিনই যানজটে নাভিশ্বাস ওঠে শহরবাসীর।   সিউড়ি শহরের রাস্তা দখল করে চলছে নানা সামগ্রীর ব্যবসা।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)